হারানো জায়গা ফিরে পেতে মরিয়া রানিমা, সেরার স্থান বজায় রাখল সৌজন‍্য-গুনগুনের ‘খড়কুটো’

বাংলাহান্ট ডেস্ক: পরপর দুই সপ্তাহ ধরে সর্বাধিক টিআরপির (trp) তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল (serial) ‘খড়কুটো’। দীর্ঘদিন পর ফের দ্বিতীয় স্থানে উঠে এল জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণি’। অপরদিকে টিআরপি আচমকাই অনেকটাই কমে গিয়ে চতুর্থ স্থানে পৌঁছেছে ‘মোহর’।

খড়কুটোতে বেশ কিছুদিন ধরেই চলছে বিয়ে বাড়ির মরশুম। সৌজন‍্য ও গুনগুনের বিয়েকে ব্রহ্মাস্ত্র করেই টিআরপির তালিকায় চড়চড় করে উপরে উঠে চলেছে এই সিরিয়াল। গত সপ্তাহেও ১১.৮ রেটিং নিয়ে প্রথমে ছিল খড়কুটো, যা কিনা রীতিমতো ভাল রেটিং। গুনগুন ওরফে তৃণা সাহা সোশ‍্যাল মিডিয়ায় দর্শকদের ধন‍্যবাদও জানিয়েছিলেন এত ভাল রেটিংয়ের জন‍্য। এই হপ্তায় ১১.৩ রেটিং পেয়েছে এই সিরিয়াল।

832539 h
বেশ অনেক দিন পরে ফের দ্বিতীয় স্থানে উঠে এল করুণাময়ী রানি রাসমণি। সিরিয়ালের রেটিং ১১। গত সপ্তাহে ১০.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ছিল এই সিরিয়াল। অপরদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা মোহরের ভাগ‍্যে এবার জুটেছে চতুর্থ স্থান। সিরিয়ালটি রেটিং পেয়েছে ১০.৬।

চলতি সপ্তাহে ভাল রেটিং পেয়েছে কৃষ্ণকলি ও যমুনা ঢাকিও। রেটিং যথাক্রমে ১০.৯ ও ৯.৫। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কৃষ্ণকলি ও পঞ্চম স্থানে যমুনা ঢাকি। ৯.২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার শ্রীময়ী। মাত্র কিছুদিন শুরু হয়েই সর্বোচ্চ টিআরপির তালিকায় ঢুকে পড়েছে অপরাজিতা অপু।

স্টার জলসার আরো এক সিরিয়াল রয়েছে সেরা টিআরপির তালিকায়। মাত্র কিছুদিন শুরু হয়েছে ‘খেলাঘর’। অনেক দিন বাদে সৈয়দ আরেফিনকে দেখা গিয়েছে সিরিয়ালে নায়কের চরিত্রে। গত সপ্তাহে সিরিয়ালটি ছিল অষ্টম স্থানে। এই সপ্তাহে সিরিয়ালটি রয়েছে নবম স্থানে। তবে টিআরপি রেটিং বেড়ে হয়েছে ৭.৯।

বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহেই টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশিত হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর