হঠাৎ সিদ্ধান্ত! আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেণ রিজিজুকে, এবার দায়িত্ব নেবেন এই প্রাক্তন IAS

বাংলা হান্ট ডেস্ক : বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। বড় বদল আনা হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিরেণ রিজিজুর (Kiren Rijiju) জায়গায় নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। রিজিজুকে এর পরিবর্তে দেওয়া হচ্ছে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব। সম্প্রতিই কেন্দ্র বনাম বিচার ব্যবস্থার যে বিরোধ তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে নিয়মিত বিতর্কিত মন্তব্য করে চলেছেন রিজিজু। কিছুদিন আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখে রিজিজু দাবি করেছিলেন, বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের (Collegium) থেকে কেড়ে নিয়ে দেওয়া উচিত কেন্দ্র সরকারকে। সেই সঙ্গে বলেন, ১৯৪৭ সালের পর আইনের একাধিক পরিবর্তন করা হয়েছে। কারণ একই নিয়ম চিরকাল ধরে চলতে পারে না। একটা সময়ের পর তা বদলাতে হয়।

kiren 2

এর আগে আইনমন্ত্রী কিরেণ রিজিজু ধারাবাহিক ভাবে সুপ্রিম কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন। আইনমন্ত্রীর কথায়, ‘কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই মানুষ এখন সরব হচ্ছেন এই বলে যে কলেজিয়াম ব্যবস্থাপনা স্বচ্ছ্ব নয়।’ এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও এএস ওকার বেঞ্চ সরকারকে সতর্ক করে দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে প্রশ্ন তোলা বন্ধ হয়নি।

কেন্দ্রের অভিযোগ, সুপ্রিম কোর্টের কলেজিয়ামে নিয়োগ ও বদলি প্রক্রিয়া স্বচ্ছ নয়। রিজিজুর দাবি ছিল, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করার যোগ্য। শুধুমাত্র কলেজিয়ামের পাঠানো প্রস্তাবকে মেনে নেওয়াই সরকারের ভূমিকা হতে পারে না। তিনি আরও বলেন যে ভারতীয় সংবিধানে এই কলেজিয়াম ব্যবস্থাটা ‘অ্যালিয়েন’।

রিজিজুকে সরানোর আরও একটা কারণ থাকতে পারে। কর্ণাটকের নির্বাচনে ভরাডুবির পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল হতে পারে, সে ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল। রিজিজুকে বদলে মেঘওয়ালকে আইনমন্ত্রকে আনা মন্ত্রিসভায় বৃহত্তর পরিবর্তনের সূচনা হতে পারে। তাছাড়া এ বছরের শেষে রাজস্থানেও নির্বাচন। সেদিক থেকেও মেঘওয়ালের পদন্নোতি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর