KKR বনাম SRH! টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রিঙ্কুরা! নজর রাখুন এই তারকাদের উপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) টানা দুটি ম্যাচে অসাধারণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের টপ-অর্ডার নিয়ে এখনও কিছু সমস্যা থাকলেও তাদের লোয়ার অর্ডারে এক একদিন এক এক তারকার দুর্দান্ত পারফরম্যান্স তাদের জয় এনে দিয়েছে আরসিবি এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আজ তাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) যারা টুর্নামেন্টে পরপর ম্যাচ হেরে যাত্রা শুরু করেও নিজেদের শেষ ম্যাচে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঞ্জাব কিংসকে হারিয়ে।

পিচ রিপোর্ট: ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে দেখা গিয়েছে যে এখানকার পিচে ব্যাটারদের পক্ষে বড় রান করা সম্ভব। তবে ম্যাচ গড়ালে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। সেক্ষেত্রে টস জয়ী দল, বিশেষ করে যদি সেই দল সানরাইজার্স হায়দরাবাদ হয় তাহলে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নেওয়াটা বেশি বাঞ্চনীয়।

নজরে কোন তারকারা: কেকেআরের জার্সিতে রিঙ্কু সিং দুর্দান্ত ছন্দে রয়েছেন। পরপর দুটি ম্যাচে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সেই সঙ্গে বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন সুনীল নারায়ণ। ফর্মে ফিরেছেন ভেঙ্কটেশ আইয়ারও। এই দিন তারকার দিকে নজর থাকবে কেকেআর ভক্তদের। সেই সঙ্গে লিটন দাস যদি একাদশের সুযোগ পান তাহলে টপ অর্ডারকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে তাকে। সানরাইজার্স হায়দারাবাদের ক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তাদের তরুণ স্পিনার মায়াঙ্ক মারখান্ডে। সেই সঙ্গে মাঝের ওভার গলিতে কেকেআরের স্পেনকে সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে রাহুল ত্রিপাঠীর ওপর।

সম্ভাব্য কেকেআর একাদশ: লিটন দাস, রাহমানুল্লাহ গুরবাজ, ভেক্টরেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারায়ণ, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা

সম্ভাব্য এসআরএইচ একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুকস, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করম, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক মারখান্ডে, মার্কো জেন্সন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর