ফের ইতিহাসের পুনরাবৃত্তি! এবারের IPL চ্যাম্পিয়ন হবে KKR, মিলে যাচ্ছে সব হিসেব

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট (Cricket) হল এমনই একটি খেলা যেখানে ভাগ্যের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ভাগ্যই চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ KKR (Kolkata Knight Riders)-এর সাথে আছে বলে মনে হচ্ছে। যে কারণে এই দলের আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পাশাপাশি, ঘটেছে কাকতালীয় ঘটনাও। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা ম্যাচের পর এমনটিই হয়েছে।

গত ম্যাচে KKR মুম্বাইয়ের বিরুদ্ধে ২৪ রানে ম্যাচ জিতেছে এবং তারা পয়েন্ট টেবিলে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এর, পাশাপাশি KKR এমন সাফল্য অর্জন করেছে, যার ভিত্তিতে বলা যেতে পারে যে IPL ২০২৪-এ ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। মানে শাহরুখ খানের দল আবারও চ্যাম্পিয়ন হতে পারে। এখন প্রশ্ন হল, KKR-এর সেই সাফল্য কি ছিল যার ভিত্তিতে আবার IPL চ্যাম্পিয়ন হওয়ার গুঞ্জন বেড়েছে?

KKR will be the champion of this year's IPL.

এমতাবস্থায় জানিয়ে রাখি যে, এটি সেই গ্রাউন্ডের সাথে সম্পর্কিত যেখানে KKR মুম্বাইকে হারিয়েছিল। গত ৩ মে খেলা ম্যাচে, KKR ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে পরাজিত করে। ২০১২ সালের পরে এই ঘটনা ঘটে। ওই সময়ে KKR এই মাটিতে জিতেছিল এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ওই মরশুমে KKR IPL চ্যাম্পিয়নও হয়েছিল।

আরও পড়ুন: “ও খাঁটি সোনা”, দেবের মুখে এবার হিরণের স্তুতি! জানালেন….

২০১২ সালের মতো ওয়াংখেড়েতে জয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতা নাইট রাইডার্স IPL ২০১২-র চ্যাম্পিয়ন ছিল। চেন্নাইয়ে ফাইনালে জিতেছিল ওই দল। এবারের IPL-এও কলকাতা ভালো পারফর্ম করছে। পাশাপাশি, ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এবারও IPL-এর ফাইনাল খেলা হবে চেন্নাইয়ে।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত সিনিয়র সাংবাদিক! ১০ বছরে হত্যা করা হয়েছে ৫৩ জনকে

১২ বছর পর আবার কি IPL ট্রফি ঘরে তুলবে KKR: ইতিমধ্যেই একাধিক কাকতালীয় ঘটনার সম্মুখীন KKR। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের দল। অর্থাৎ প্লে-অফে ওঠার ক্ষেত্রে শক্তিশালী প্রতিযোগী তারা। এখন, যদি তারা এখান থেকে ফাইনালে উঠতে সফল হয়, তবে চেন্নাইয়ে ১২ বছর পর, কলকাতা নাইট রাইডার্সকে আবারও IPL শিরোপা তুলতে দেখা যেতে পারে। যা তাদের জন্য তৃতীয় জয় হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর