পর্ষদের সার্ভার ডাউন? মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে, নিমেষেই ডাউনলোড হবে মার্কশিট

বাংলা হান্ট ডেস্ক : ভোটের আবহে মাধ্যমিকের ফল (Madhyamik Pariksha) প্রকাশ করছে পর্ষদ। ২ মে, বৃহস্পতিবার, রেজাল্টের আশায় বসে রয়েছে লক্ষ লক্ষ পড়ুয়া। সূত্রের খবর, আজ সকাল ৯টা নাগাদ ফল প্রকাশিত হতে পারে। পড়ুয়ারা রেজাল্ট দেখতে পারবেন ৯.৪৫ নাগাদ। তবে এক্ষেত্রে প্রতিবারই একটা সমস্যা দেখা যায়। সেটা হল সার্ভার ডাউনের সমস্যা। এবারও এমন কিছু হলে কোথা থেকে দেখবেন ফলাফল?

আসলে যে কোনো পরীক্ষার্থীর জন্যই মাধ্যমিক পরীক্ষাটা বড্ড গুরুত্বপূর্ণ। কারণ এটিই জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে থাকে অনেককিছু। নিজের প্রতি আত্মবিশ্বাসের পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সুবিধা, স্কলারশিপ এরকম অনেককিছুই নির্ভর করে মাধ্যমিকের ফলাফলের উপর।

তাই স্বাভাবিকভাবেই ফলাফল নিয়ে এক অন্যরকম উত্তেজনা কাজ করে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও। যে কারণে রেজাল্ট বার হওয়ার সাথে সাথেই একযোগে সকলে ভিড় করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর তাতেই ক্র্যাশ করে যায় সার্ভার। তবে এবার আর চিন্তা নেই। সার্ভার ডাউন থাকলেও অন্য উপায়েও দেখতে পারবেন রেজাল্ট।

আরও পড়ুন : ১৫ বছরে বিয়ে, ১৭ বছরে মা ! ‘মদ্যপান করে পড়ে থাকতে…’, জানেন মৌসুমীর এই কালো ইতিহাস?

প্রথমেই বলি, রেজাল্ট পাবলিশ করা হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট দুটি হল wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In । এই সাইটে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই দেখতে পারবেন আপনার রেজাল্ট। তবে কোনও কারণে যদি সার্ভার ডাউন থাকে তাহলে বিকল্প হিসেবে রেজাল্ট দেখা যাবে exametc.com -এও। এছাড়াও বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে রেজাল্ট পাবলিশ করার ব্যবস্থা করেছে। সেখানেও রোল নম্বর আর জন্ম তারিখ দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর