মাত্র ১০৫ টাকায় দার্জিলিং! ছুটির মরশুমে ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য দারুণ অফার

বাংলাহান্ট ডেস্ক : মাত্র ১০৫ টাকাতেই পৌঁছানো যাবে পাহাড়ের শহর দার্জিলিংয়ে (Darjeeling)। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র এই টাকাটুকু খরচ করলেই পা রাখা যাবে শৈল শহরে। সারা বছরই চলতে থাকে ভ্রমণপিপাসুদের যত ঘোরাঘুরি। আর সে যদি হয় পাহাড় ভ্রমণ তাহলে তো কোনো কথাই নেই।

দার্জিলিং বাঙালিদের নিজেদের সবচেয়ে কাছের আর ভালোবাসার ভ্রমণ স্থল। আর এই শীতের মরসুমে দার্জিলিং যাত্রার তো কোনো তুলনাই হয় না। টাইগার হিলের মাঝ থেকে যখন সূর্য উঁকি মারে, মনে হয় যেন সোনা গলে পড়ছে। আর কাঞ্চনজঙ্ঘা, সে তো উপরি পাওনা হিসেবে আছেই।

দার্জিলিং যেতে হলে আমরা হয় শিয়ালদা না হয় হাওড়া থেকে ট্রেনে চাপি। বা খুব তাড়াহুড়ো থাকলে দমদম থেকে বাগডোগরাগামী ডোমেস্টিক ফ্লাইট। কিন্তু তারপর? তারপর আমরা কেউ ছোটো ট্যাক্সিতে চেপে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে রওনা হই। কেউ বাসে করে দার্জিলিং পৌঁছনোর কথা ভাবিও না বা মাথাতেও আসে না।

আমরা অনেকেই জানি না যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে দার্জিলিং পর্যন্ত যে বাস চলাচল করে তার ভাড়া মাত্র ১০৫ টাকা। বিশ্বাস না হলেও এটাই সত্যি। যেখানে এইসব ট্যাক্সির ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা, সেখানে বাসে মাত্র ১০৫ টাকা। আবার এই ঘোরার সময় বুকিং গাড়ি ভাড়া আরও বেশী, প্রায় ২৫০০ টাকার কাছাকাছি।

1510822229 1510819081 batasia loop 4 toy train darjeeling the azure sky follows tania mukherjee

কিন্তু বাস সার্ভিস খুব ভালো এখন শিলিগুড়িতে। প্রতিদিন সকাল ৬:৩০ টায় বাস ছাড়ে নির্দিষ্ট ডিপো থেকে। এবং এই উত্তরবঙ্গ বাস সার্ভিস খুব প্রয়োজনীয়ও। অনেক পর্যটক তো বটেই সাধারণ মানুষও এতে উপকৃত। সবমিলিয়ে বলা যায় দার্জিলিং ভ্রমণ এখন আরো স্বল্পমূল্যে করা সম্ভব।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর