সবথেকে কম আয় বিহার আর বাংলার কৃষকদের, শীর্ষে পাঞ্জাব আর হরিয়ানা

বাংলা হান্ট ডেস্কঃ দেশে যখন কৃষক আন্দোলন চরমে। অনেক দফার দাবি নিয়ে কৃষকরা শীতের মধ্যে দিল্লীর রাস্তায় বসে আছে। যখন সরকার ২০২২ পর্যন্ত কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্য রেখেছে। তখন এতে জেনে রাখা দরকার যে, কৃষকদের আয় বাস্তবে ঠিক কত?

Farmers Protest

দেশের পুঁজিপতিদের থেকে শুরু করে গরিব-মধ্যবিত্ত পর্যন্ত, সবার পেট ভরা কৃষক নিজের পেট খুব মুশকিলে ভরতে পারে। একটি সমীক্ষা অনুযায়ী, ভারতীয় কৃষকদের বাৎসরিক আয় গর হিসেবে ৭৭ হাজার ১২৪ টাকা। একমাসে মাত্র ৬ হাজার ৪২৭ টাকাই কামাতে পারে অন্নদাতারা। আরেকদিকে, কৃষকদের মাসিক ব্যয় ৬ হাজার ২৭৭ টাকা। এরমানে এই যে, কৃষকদের আয়ের সমস্ত টাকাই খেয়ে-দেয়ে শোধ। সেভিংসের নামে কৃষকদের হাতে কাঁচকলা ছাড়া কিছুই থাকেনা। আর এই কারণে অনেক সময় কৃষকদের চিকিৎসা, বীজ, সার কিনতে ঋণ নিতে হয়। আর সেই ঋণ শোধ না করতে পেরে দেশে প্রতিবছর হাজার হাজার কৃষক প্রাণ দেন।

কৃষকদের আয়ের হার দেখতে গেলে সবার আগে পাঞ্জাব আর সবার শেষে বিহারের নাম আসে। সবথেকে বেশি বাৎসরিক গর আয় পাঞ্জাবের কৃষকদের। তাঁরা বছরে হারে ২ লক্ষ ১৬ হাজার ৭০৮ টাকা আয় করে। তবে পাঞ্জাবের কৃষকদের বাৎসরিক আয় কোনও ভালো কর্পোরেট কোম্পানিতে কাজ করা ফ্রেশার যুবকদের থেকেও কম। পাঞ্জাবের পর সবথেকে বেশি বাৎসরিক আয় হরিয়ানার কৃষকদের। তাঁরা বছরে হারে ১ লক্ষ ৭৩ হাজার ২০৮ টাকা।

farmer income1

এরপর আয়ের দিক থেকে তৃতীয় স্থানে আছে জম্মু কাশ্মীর। সেখানে কৃষকদের বাৎসরিক আয় ১ লক্ষ ৫২ হাজার ১৯৬ টাকা। কাশ্মীরের কৃষকদের আয় গুজরাট, মহারাষ্ট্র মতো রাজ্যের কৃষকদের থেকে অনেক বেশি।

কেরলে কৃষকদের আয় বাৎসরিক ১ লক্ষ ৪২ হাজার ৬৬৮ টাকা। কেরলের পর স্থান কর্ণাটকের। সেখানকার কৃষকদের আয় ১ লক্ষ ৫ হাজার ৯৮৪ টাকা। গুজরাটে কৃষকদের বাৎসরিক আয় ৯৫ হাজার ১১২ টাকা। আর মহারাষ্ট্রে কৃষকদের বাৎসরিক আয় গরে ৮৮ হাজার ৬২০ টাকা।

মধ্য ভারতের কথা বললে, রাজস্থানের কৃষকদের বাৎসরিক আয় গরে ৮৮ হাজার ১৮৮ টাকা। মধ্যপ্রদেশের কৃষকদের বাৎসরিক আয় ৭৪ হাজার ৫০৮ টাকা। ছত্তিসগড়ের কৃষকদের বাৎসরিক আয় গরে ৬২ হাজার ১২৪ টাকা। উড়িষ্যায় কৃষকদের বাৎসরিক আয় গর অনুপাতে ৫৯ হাজার ৭১২ টাকা। উত্তর প্রদেশে কৃষকদের বাৎসরিক আয় বছরে ৫৮ আহাজ্র ৯৪৪ টকা। ঝাড়খণ্ডের কৃষকদের বাৎসরিক আয় বছরে ৫৬ হাজার ৬৫২ টাকা। আর পশ্চিমবঙ্গের কৃষকদের বাৎসরিক আয় বছরে ৪৭ হাজার ৭৬০ টাকা। আর বিহারের কৃষকদের দেশের সবথেকে কম আয়ের কৃষক বলা হয়। সেখানকার কৃষকদের বাৎসরিক আয় ৪২ হাজার ৬৮৪ টাকা।

(সম্পূর্ণ তথ্যটি www.businesstoday.in আর কৃষিকাজের পরিস্থিতি নির্ধারণ জরিপের (Situation assessment survey of agriculture household) ইনপুটের ভিত্তিতে করা হয়েছে)

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর