‘ইন্ডিয়ান আইডল’ই ঘুরিয়ে দিল ভাগ‍্যের চাকা, মাত্র ২৫-এই কোটিপতি উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন

বাংলাহান্ট ডেস্ক: পরিচিতি আগে থেকেই ছিল। ইন্ডিয়ান আইডলে (indian idol) সেরার শিরোপা পেয়ে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে পবনদীপ রাজনের (pawandeep rajan)। বলিউডের অন‍্যতম সম্ভাবনা গায়ক হিসাবে দেখা হচ্ছে তাঁকে। বিজেতা হওয়ার আগেই বিচারক হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছেন তিনি। এখন বিদেশে ঘুরে ঘুরে কনসার্ট করছেন পবনদীপ।

উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ নিজের পাহাড়িয়া সুর দিয়ে সকলকে মাতোয়ারা করেছিলেন। আর এখন শুধু হিন্দি না, বাংলা ছবিতেও গান গেয়ে ফেলেছেন তিনি। ইন্ডিয়ান আইডলের বিজয়ী হয়ে ২৫ লক্ষ টাকা এবং একটি মারুতি সুইফট গাড়ি পুরস্কার হিসাবে পেয়েছিলেন পবনদীপ। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

991113 pawandeep rajan
জন‍প্রিয়তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পবনদীপের আর্থিক সঙ্গতিও। সূত্রের খবর মানলে, গায়কের মোট সম্পত্তির পরিমাণ ১০-১৪ কোটি টাকা। এক একটি গান রেকর্ডিংয়ের জন‍্য প্রায় ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন পবনদীপ। একাধিক বিলাসবহুল গাড়িরও মালিক তিনি।

উল্লেখ‍্য, ইন্ডিয়ান আইডলের পাশাপাশি দ‍্য ভয়েস ইন্ডিয়ারও বিজেতা হয়েছিলেন পবনদীপ রাজন। ২০১৫ সালে এই রিয়েলিটি শোয়ের প্রথম সিজন জিতেছিলেন তিনি। সেখান থেকেই তাঁর সঙ্গীতের সফর শুরু। মাত্র আড়াই বছর বয়সেই তবলা বাজাতে পারতেন তিনি। এর জন‍্য বিশেষ পুরস্কারও পেয়েছিলেন তিনি। গানের পাশাপাশি বাদ‍্যযন্ত্রের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। গিটার, পিয়ানো, ড্রাম, ঢোল, কীবোর্ডের মতো বাদ‍্যযন্ত্র বাজাতে পারেন তিনি।

জানিয়ে রাখি, শুধুই গায়ক নন পবনদীপ। তিনি সুরকার এবং সঙ্গীত পরিচালকও। ইতিমধ‍্যেই কয়েকটি মরাঠি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। অত‍্যন্ত কম বয়সে পরপর একাধিক সাফল‍্য অর্জন করার জন‍্য উত্তরাখণ্ড সরকারের তরফে পবনদীপ রাজনকে ‘ইয়ুথ অ্যাম্বাসাডর অফ উত্তরাখণ্ড’ এর খেতাবে সম্মানিত করা হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর