ব্যাংকার, গায়ক থেকে দু’বারের সাংসদ! রইল বাবুল সুপ্রিয়র সম্পত্তির হিসেব

বাংলাহান্ট ডেস্কঃ সুপ্রিয় বড়াল, বিনোদন জগতে আসার আগে এই নামেই পরিচিত ছিলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। গান দিয়ে নিজের কেরিয়ার শুরু করে সাফল্যের সিঁড়ি চড়ে, নিজের অভিনয় দক্ষতাও ফুটিয়ে তুলেছিলেন সিলভার স্ক্রীনে। তারপর ধীরে ধীরে রাজনৈতিক জীবনে প্রবেশ। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি একজন তৃণমূলের কান্ডারি।

এতদিন যে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে এসেছেন, আজ সেই সবুজ শিবিরই হল বাবুলের পরম আশ্রয়স্থল। গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা দিয়ে, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে নাম লেখালেন তৃণমূল শিবিরে।

babul22 1

এই বাবুল সুপ্রিয়ই বিজেপির পক্ষ থেকে পরপর দুবার লোকসভায় জয়লাভ করেন। তবে গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও, পরাজিত হন তিনি। তারপর থেকে নানা রকম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় বাবুলকে নিয়ে। অবশেষে শনিবার তৃণমূলে যোগ দেন এই স্বনামধন্য গায়ক।

বিধানসভা নির্বাচনের সময় তাঁর দেওয়া হলফনামা থেকে জানা যায়, বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন বাবুল সুপ্রিয়। ১৯৯১ সালে কলকাতা ইউনিভার্সিটির শ্রীরামপুর কলেজ থেকে স্নাতকোত্তর হন তিনি।

babul

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নগদ ৫১ হাজার টাকা ছিল তাঁর হাতে এবং তাঁর স্ত্রীর কাছে ছিল ৩৭ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ছিল ১ কোটি ৪৫ লক্ষ ৪১ হাজার ৭৬৯ টাকা এবং তাঁর স্ত্রীর ছিল ১৯ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নামে হোম লোন ছিল মোট ৮৬ লক্ষ ৮১ হাজার ৮৮ টাকার এবং তাঁর স্ত্রীর নামে ছিল ১৯ লক্ষ ৯০ হাজার টাকার লোন।

বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রীর নামে কোন চাষযোগ্য জমি না থাকলেও, ২৭০০ স্কয়ার ফিটের ১৯ লক্ষ টাকা মূল্যের অচাষযোগ্য জমি ছিল তাঁর নামে। সঙ্গে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় থাকা ৬ টি ফ্ল্যাটের মালিকও তিনি। সেই ফ্ল্যাটগুলোর বর্তমান বাজারমূল্য- ১ কোটি ৮০ লক্ষ টাকা, ১ কোটি ৬০ লক্ষ টাকা, ৬৮ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকা, ৩৬ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর