হয়ে যান সতর্ক! ভারতে এবার সিলিং ফ্যানের জন্য এসেছে কড়া আইন, না মানলেই পড়বেন বড় বিপদে

বাংলা হান্ট ডেস্ক: সিলিং ফ্যান (Ceiling Fan) হল এমনই একটি বৈদ্যুতিক যন্ত্র যেটি প্রত্যেকটি বাড়িতেই থাকে। তবে, এবার সিলিং ফ্যানের প্রসঙ্গেই বড় তথ্য সামনে এসেছে। মূলত, বেশ কিছুদিন ধরেই দেশে নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার। প্রথমে নিম্নমানের প্লাস্টিক পণ্য এবং তারপরে চার্জার ও ইউএসবি কেবলের মতো ইলেকট্রনিক আইটেম নিষিদ্ধ করার পরে, সরকার এখন নিম্নমানের ফ্যানের বাজারের দিকে নজর দিয়েছে।

শুধু তাই নয়, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বৈদ্যুতিক সিলিং ফ্যানের জন্য বাধ্যতামূলক গুণমানের মানদন্ড জারি করেছে। মূলত, বৈদ্যুতিক পাখার অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে এবং নিম্নমানের পাখার আমদানি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Know this rule before buying a ceiling fan

BIS চিহ্ন ছাড়া বিক্রি করা যাবে না ফ্যান: ইতিমধ্যেই ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) গত ৯ আগস্ট এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বৈদ্যুতিক ফ্যান (গুণমান নিয়ন্ত্রণ) আদেশ, ২০২৩-এর অধীনে থাকা পণ্যগুলি Bureau of Indian Standards (BIS) চিহ্ন ছাড়া তৈরি, বিক্রি, ব্যবসা, আমদানি বা সংরক্ষণ করা যাবে না। এদিকে, এই বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাস পর এটি কার্যকর হবে। অর্থাৎ ততদিন পর্যন্ত বৈদ্যুতিক সিলিং ফ্যানের জন্য BIS সার্টিফিকেশন বাধ্যতামূলক হবে না।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে এল তাক লাগানো ২টি ভিডিও! মাটি ছোঁয়ার আগেই সাড়া জাগানো মুহুর্ত চন্দ্রযান ৩’র

খারাপ ফ্যান বিক্রির জন্য হতে পারে জেল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BIS আইনের কোনো বিধান প্রথমবার লঙ্ঘন করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। তবে, যদি সংশ্লিষ্ট ব্যক্তি দ্বিতীয় বা তারও বেশি সময়ের জন্য বিধান লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ন্যূনতম ৫ লক্ষ টাকা এবং বিক্রয় করা নিম্নমানের বস্তুর মূল্যের ১০ গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের প্রচারের জন্য মানদন্ড নিয়ন্ত্রণের আদেশ বাস্তবায়নের সময়সীমার শর্তে শিথিল করা হয়েছে। এক্ষেত্রে, Micro, Small and Medium Enterprises (MSME)-এর জন্য এই ব্যবস্থা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১২ মাস পরে কার্যকর হবে।

আরও পড়ুন: আগস্টের শেষ ১২ দিনের মধ্যে ৮ দিনই খুলবে না ব্যাঙ্কের দরজা! বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

ফ্লাস্ক এবং বোতলের নিয়মে পরিবর্তন করা হয়েছে: এদিকে, সরকার এখন নিম্নমানের ফ্লাস্ক এবং প্লাস্টিকের বোতল এবং পাত্রের গুণমান নির্ধারণের ক্ষেত্রেও বাধ্যতামূলক মানদন্ড জারি করেছে। সরকার জানিয়েছে যে, ভালোমানের ইনসুলেটেড ফ্লাস্ক, বোতল এবং পাত্রের অভ্যন্তরীণ উৎপাদনের প্রচার এবং তাদের গুণমান নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক মানদন্ড জারি করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর