গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে জানুন এই নিয়ম! অন্যথায় মিলবে না হোটেল, পড়বেন বড় বিপদে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বেঙ্গালুরুর (Bengaluru) রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অদ্ভুতভাবে নাম জড়িয়েছে দিঘার (Digha)। কারণ, ওই বিস্ফোরণে অভিযুক্ত দু’জন সবার চোখে ধুলো দিয়ে রীতিমতো ঘাঁটি গেড়েছিল দিঘার হোটেলে। আর এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতেই আরও বেশি সচেতন হল প্রশাসন। শুধু তাই নয়, এবার দীঘাতে আসা পর্যটকদের ওপর নজরদারি আরো বাড়ানোর লক্ষ্যে সেখানকার হোটেলগুলিকে সতর্ক করা হল। এমতাবস্থায়, হোটেল কর্তৃপক্ষগুলিকে পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো পর্যটককেই সঠিকভাবে পরিচয় পত্রের তথ্য যাচাই না করে থাকতে দেওয়া যাবে না হোটেলে।

অর্থাৎ, কোনো ব্যক্তি ভুয়ো আধার বা পরিচয়পত্র নিয়ে হোটেলে থাকতে চাইছেন কিনা সেই বিষয়টি একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাচাই করে নিতে হবে। যার জন্য সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আধার কার্ডের বারকোড স্ক্যানের ওপরে। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো পর্যটকের পরিচয় পত্র সন্দেহজনক মনে হলেই তৎক্ষণাৎ খবর দিতে হবে দিঘা থানায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই দিঘার হোটেলে আসা পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য জেলা পুলিশের তরফ “অতিথি” অ্যাপ চালু করা হয়েছে। তবে এবার, হোটেলগুলিকে আরও বেশি সতর্ক করে দেওয়া হল।

Know this rule before going to Digha on summer vacation,

এদিকে, এই বিষয়ের পরিপ্রেক্ষিতে গত শনিবার দিঘার হোটেলগুলিতে অভিযান চালানো হয় দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ পাত্রের নেতৃত্বে। ওই অভিযানে কিভাবে হোটেলে থাকার জন্য পর্যটকদের তথ্য নথিভুক্ত হচ্ছে এবং কিভাবে সেই তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে এই বিষয়গুলি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হয়। এমতাবস্থায়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা দিয়েছে যে পর্যটকদের পরিচয়পত্রের তথ্য হোটেলের রেজিস্টার খাতায় নথিভুক্ত থাকলেও সেগুলি আদৌ সঠিক কিনা তা যাচাই করা হচ্ছে না। এই বিষয়টি সামনে আসার পরেই হোটেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে পর্যটকদের নথির তথ্য যাচাইয়ের জন্য আধারের বারকোড স্ক্যানকে প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি ভোটার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্য যাচাই ক্ষেত্রেও নির্ধারিত অ্যাপগুলিকে ব্যবহারের বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

আরও পড়ুন: লোকসভা ভোটই খুলে দেবে কপাল! ৯ লক্ষ চাকরির সুযোগ, কারা পাবেন?

এমতাবস্থায়, পুলিশের দেওয়া এই নয়া নির্দেশের বিষয়ে, দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানান, ‘‘বর্তমান সময়ে পুরনো ও নতুন দিঘায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০০-রও বেশি হোটেল আছে। যেগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। হোটেলে আসা পর্যটকদের দেওয়া পরিচয়পত্র নথিভুক্ত করেই তাঁদেরকে ঘর দেওয়া হলেও সেই পরিচয়পত্র আদৌ সঠিক কি না, তা যাচাইয়ের মতো পরিকাঠামো নেই।” পাশাপাশি, তিনি অভিযোগের সুরে এটাও জানান যে “দেশের মধ্যে শুধু দিঘাতেই প্রায়শই একের পর এক নতুন নতুন নির্দেশিকা চাপিয়ে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: T20 বিশ্বকাপে কিভাবে মিলবে সাফল্য? এবার ভারতীয় দলের জন্য গুরুমন্ত্র দিলেন স্বয়ং মহারাজ

শুধু তাই নয়, পর্যটকদের তথ্য ডিজিটাল মাধ্যমে আপলোড করা ছাড়াও পরিচয়পত্র আদৌ সঠিক কিনা তা খতিয়ে দেখার মতো উন্নত কর্মী ও প্রযুক্তির যথেষ্ট অভাব থাকায় এই নিয়মকানুন চাপানো হলে সামগ্রিকভাবে দিঘায় হোটেল ব্যবসা চরম ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। এদিকে, নিউ দিঘার একটি হোটেলের ম্যানেজার জানান, ‘‘পুলিশ হোটেলে এসে নির্ধারিত অ্যাপের মাধ্যমে আধার কার্ডের বারকোড স্ক্যান করে পর্যটকদের পরিচয়পত্র সম্পর্কে নিশ্চিত হতে বলেছে। কোনো পর্যটকের দেওয়া তথ্যে গরমিল পাওয়া গেলে তাঁকে হোটেলে বসিয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানাতেও বলা হয়েছে।’’

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর