অস্ট্রেলিয়ায় T-20 বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মাই করবেন ওপেন, জানিয়ে দিলেন এই কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারতের শেষ ম্যাচে ওপেন করে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই পুরনো রান মেশিন কোহলির দেখা পেয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেদিন নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭১তম শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। ভারতও জয় পেয়েছিল বিশাল ব্যবধানে।

সেই ম্যাচে মাঠে নামেননি রোহিত শর্মা। নিজেকে কিছুটা বিশ্রাম দিয়ে বাকি ক্রিকেটারদের যারা বশি সুযোগ পাননি তাদের ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিলেন তিনি। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেল ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব করেছিলেন। বাকি ভারতীয় ব্যাটারা যেখানে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে তিনি ৪১ বলে ৭২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন।

ফর্মে থাকলে রোহিত এবং বিরাট এখনো যে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সেটা তারা বুঝিয়ে দিয়েছেন। তাদের দুজনের ফর্ম যদিও এবার কাজে লাগাতে পারেনি ভারত কারণ এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল তারা। কিন্তু তাদের দুজনের এই ফ্রম দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে তবে কি একসাথে ওপেন করানো যেতে পারে বিরাট এবং রোহিতকে?

এই নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় উইকেট-রক্ষক পার্থিব প্যাটেল। তিনি বলেছেন আমি মনে করি বিরাট কোহলি এবং রোহিত শর্মার একসঙ্গে ওপেন করা উচিত অস্ট্রেলিয়ার পেস বোলিং খেলার দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক কাজে লাগবে ভারতীয় দলের। দুজনেই এর আগে অস্ট্রেলিয়ায় ম্যাচ জেতানো কিছু ইনিংস খেলেছেন কাছেই তারাই সবচেয়ে ভাল অপশন ভারতের হাতে।

কিন্তু পাটেলের কথা মেনে চলতে গেলে হয়তো বুঝতে হতে পারে লোকেশ রাহুলকে। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিং করার মতো ক্ষমতা তার নেই। অন্তত সর্টকাটে ফেরার পর থেকে তার ব্যাটিং দেখে একবারও মনে হয়নি যে তিনি রানীর গতি বৃদ্ধি করার কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো দীনেশ কার্তিক এবং দুজনেই একসাথে খেলার সুযোগ পাবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর