বিশ্বের ধোনি ক্রিকেটারদের তালিকায় সবার শীর্ষে কোহলি, দ্বিতীয় স্থানে ধোনি।

শুধু রানের দিক দিয়েই নয় উপার্জনের দিক দিয়েও ক্রিকেটারদের মধ্যে সবার শীর্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফোর্বস পত্রিকার তরফে বিশ্বের সবচেয়ে বেশি রোজকার করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এক বছরে 183 কোটি টাকা উপার্জন করে এই তালিকায় সবার উপরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধুমাত্র বিজ্ঞাপন থেকে কোহলির উপার্জিত অর্থ হল 152 কোটি, আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে কোহলি পেয়েছেন 19.84 কোটি, এছাড়া বিসিসিআই বেতন হিসাবে দিয়েছে 7 কোটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিজ্ঞাপন থেকে ধোনির উপার্জিত অর্থ হল 145 কোটি, আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে কোহলি পেয়েছেন 16.78 কোটি টাকা।

182630614841e10bd9c39bfe726b7802bb4820eb26c7707a9bd818212a72e31a08bba331e

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা দশ ধোনি ক্রিকেটার:
বিরাট কোহলি 183 কোটি, মহেন্দ্র সিং ধোনি 165 কোটি, ক্রিস গেইল 57.21 কোটি, এবি ডি ডিলিয়ার্স 48.95 কোটি, ডেভিড ওয়ার্নার 41.95 কোটি, শেন ওয়াটসন 34.32 কোটি, মিশেল স্টার্ক 30.51 কোটি, যুবরাজ সিং 26.69 কোটি, রোহিত শর্মা 26.69 কোটি, স্টিভ স্মিথ 18.30 কোটি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর