কলকাতায় বাসে যৌনাঙ্গ দেখালো মহিলাকে, যুবক পলাতক,থানায় অভিযোগ

বাংলাহান্ট-দিনদিন শহরের মহিলাদের নিরাপত্তা কমছে তারই প্রমাণ পাওয়া গেল গতকাল সন্ধের সময় মহাত্মা গান্ধী রোড থেকে আমারস্ট্রিট দিকে যাচ্ছিল। সেই সময় এক মহিলাকে দেখে একটি যুবক অশালীন আচরণ করে এবং মহিলাটির শ্রীলতাহানি করার চেষ্টা করে, তারপর যুবকটিকে বাসের অন্য যাত্রীরা জিজ্ঞাসা করতেই বাস থেকে ছুটে পালিয়ে যায়। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়িয়ে গেলো।

এরপর অন্য যাত্রীরা মহিলাকে থানায় অভিযোগ করতে বলে কিন্তু মহিলাটি কোনো অভিযোগ না জানিয়ে চলে যায়। তারপর ওই বাসে আরেকজন যুবক আমাস্টিট থানায় লিখিত অভিযোগ করে, সেই ঘটনার ভিত্তিতে তদন্তে নেমেছে আমারস্ট্রিট ও লাল বাজার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে তদন্ত চালানো হচ্ছে এবং বাসের মধ্যে অন্য যাত্রীদের সাথে কথাবার্তা চলছে। এই যুবকটির পরিচয় জানার চেষ্টা চলছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুবককে বাসের মধ্যে অসভ্য আচরন করছিল।

সাম্প্রতিক এরকম একাধিক উদাহরণ রয়েছে বেশ কয়েকদিন আগে হাওড়া এক মহিলাকে দেখে বাসের মধ্যে যৌনাঙ্গ করেন এক যুবক, এছাড়া দুই কলেজ পড়ুয়া বাড়ি ফেরার সময় একটি যুবক তাদের যৌনাঙ্গ দেখায়,মেয়েটি ছবি তুলে সেটি ভাইরাল করে দেয়, তারপর লোকটিকে আটক করা হয়।

bus ladies seat dhaka e1492850187377সেই ঘটনার পর আবার ফের এই ঘটনা ঘটলো। এখন দেখার বিষয় সত্যি কারের দোষীরা এই ঘটনায় শাস্তি পায় কিনা।

Udayan Biswas

সম্পর্কিত খবর