ভাগ্য ফেরাতে কালীঘাটে KKR, ম্যাচের আগে অন্য মেজাজে নাইট ব্রিগেড, পুজো দিলেন রিঙ্কু, বরুণরা

বাংলা হান্ট ডেস্ক : চেন্নাইয়ের (Chennai) বিরুদ্ধে এক ম্যাচ হারতেই তটস্থ হয়ে উঠল নাইট ব্রিগেড (Kolkata Knight Riders)। কলকাতায় ফিরেই কালীঘাটে (Kalighat) গেলেন বরুণ, রিঙ্কুরা। মূলত রবিবার লখনউ এর সাথে ম্যাচের আগে মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই দিলেন পুজো। কালী মায়ের কাছে প্রার্থনাও সারলেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং অনুকুল রায়।

চলতি মরশুমের শুরুটা দূর্দান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর তিন ম্যাচে জয় হাসিল করে নয়া রেকর্ড গড়েছে কেকেআর। মূলত ওপেনার সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিংয়ের উপর ভর করে একটার পর একটা জয় হাসিল করছে কেকেআর‌। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছে কলকাতার বাকি নাইটরা। তবে চলতি মরশুমে একেবারেই ভালো ফর্মে নেই রিঙ্কু সহ এই চার নাইট।

রিঙ্কুর ব্যাটে সেভাবে রান আসেনি। চার ম্যাচে সর্বসাকুল্যে রান এসেছে ৬৩। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং অনুকুল রায়ের অবস্থাও তথৈবচ। আর চিপসের মাঠে তো একেবারে ধ্বসেই পড়েছিল কলকাতার ব্যাটিং লাইন। কার্যত চেন্নাইয়ের সামনে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছিল কলকাতা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মনোবল ফিরে পেতেই মন্দিরে গেলেন চার নাইট।

আরও পড়ুন : ‘সবাই আমার প্রতি হতাশ’, গম্ভীরকে জড়িয়ে ধরার পর অবশেষে মুখ খুললেন কোহলি

যদিও এটাই প্রথম নয়, প্রায় প্রতিবারই কালীঘাটে মায়ের দর্শন করে থাকেন নাইট রাইডার্স ক্রিকেটারা। এমনিতে ভারতীয় ক্রিকেটাররা হামেশাই মন্দিরে যান ভগবানের আশীর্বাদ নিতে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, বহু তারকাই তাদের খারাপ সময়ে ভগবানের দ্বারস্থ হয়েছেন‌। বছর খানেক আগে বিরাট কোহলির সস্ত্রীক মহাকাল মন্দিরে গেছিলেন। অবিশ্বাস্যভাবে তারপরই ফর্মে ফিরে আসেন বিরাট।

আরও পড়ুন : CSK-র সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের, গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার

kolkata knight riders (1)

আর এবার সেই একই পথ ধরলেন রিঙ্কু, বরুণ, অনুকূল এবং বেঙ্কটেশ। কারণ জরুরি সময়ে রিঙ্কুই নাইটদের ভরসা। অন্যদিকে স্পিনার স্টার্কের যা অবস্থা তাতে বরুণই কলকাতার ট্রাম্পকার্ড। যদিও নিজের অফ ফর্ম নিয়ে বরুণ নিজেও বেশ চিন্তিত। চিন্তায় রয়েছে ম্যানেজমেন্টও। একই হাল বেঙ্কটেশ আইয়ারের। গতবার যে তারকা ৪০৪ করেছিলেন, চলতি সিজনের চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৬৫ রান। আপাতত এই খরা কাটানোই এই চার নাইটের উদ্দেশ্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর