ম্যাচ হারতেই মুখ খুললেন রিঙ্কু, নারাইনের সিক্রেট ফাঁস করে যা বললেন নাইট তারকা…

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি মরশুমে ভালই খেলছে। যদিও বা গতকাল ইডেনে ঘরের মাঠে হার স্বীকার করতে হয়েছে তাদের, কিন্তু এই মরশুমে মোটামুটি সফল নাইটরা। কারণ আর কিছুই নয়, ম্যাচের শুরুটা ভালো হচ্ছে তাদের। বিগত বেশ কয়েকটি মরশুমে ওপেনিং নিয়ে বেশ সমস্যা ছিল নাইট শিবিরে, কিন্তু গৌতম গম্ভীর এসে সে সমস্যার সমাধান করেন।

গৌতির মেন্টরশিপে দারুণ খেলছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে হার স্বীকার করতে হয় নাইটদের। নাইট শিবিরের হয়ে সেঞ্চুরি হাঁকান সুনীল নারিন (Sunil Narain)। কিন্তু অপরদিকে রাজস্থানের হয়ে পাল্টা সেঞ্চুরি করে ম্যাচ জেতান জস বাটলার। আর এই ম্যাচের শেষে প্রেস কনফারেন্স করে নারিনের সফলতার আসল রহস্য ফাঁস করে দেন রিঙ্কু সিং (Rinku Singh)।

ম্যাচের শেষে ছিল প্রেস কনফারেন্স, সেখানেই সুনীল নারিনের সফলতার সমস্ত গুঢ় রহস্য ফাঁস করে দেন কেকেআরের রিঙ্কু সিং। রিঙ্কু সিং বেশ স্পষ্টই বলে দেন যে, গম্ভীরের মগজাস্ত্রের কারণেই সুনীল নারিন এত ভয়ানক রূপ ধারণ করেছেন। আর তাই ওপেনিং সফল হচ্ছে স্বাভাবিক ভাবেই তাই বড় অংকের টার্গেট দেওয়া যাচ্ছে বিপক্ষকে।

আরও পড়ুন : বিশ্বকাপে রোহিতের সাথে ওপেনিং করবেন বিরাট? টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছেন IPL কাঁপানো এই প্লেয়ার

রিঙ্কু সিং বলেন, ‘এ বার নারিন যেভাবে ব্যাটিং করছেন, সকলে তা দেখতে পাচ্ছে। প্রতিটি ম্যাচেই তিনি রান করছেন। ব্যাটিংয়ে ওপেন করছেন। আর এই আইডিয়াটা ছিল গৌতম গম্ভীরের।’ কিন্তু গত মরশুমেও নারিন কেকেআর দলে থাকলেও এরকম বিধ্বংসী ছন্দে থাকেননি, তার রহস্য ঠিক কি? রিঙ্কু বেশ স্পষ্টই উত্তর দেন যে, নারিনের বিধ্বংসী ছন্দে আসার কারণ তার পরিশ্রম।

আরও পড়ুন : একেই বলে ভক্তি, জুতো খুলে বিমানে বসে রামের সূর্য তিলক দেখছেন মোদী! ভাইরাল ভিডিও

image 20240417 163817 0000

রিঙ্কু সিং বলেন, আজকের সফলতার পিছনে রয়েছে নারিনের পরিশ্রম। আদতে তিনি তেমন কিছু পরিবর্তন করেননি, তবে নেটে প্র্যাক্টিস বাড়িয়ে দিয়েছেন এবং সেখানে কঠোর পরিশ্রম করছেন নারিন। এছাড়া বর্তমানে তিনি যে, অনেক বেশি ধৈর্য্য নিয়ে খেলছেন সেকথাও স্বীকার করেন রিঙ্কু। উল্লেখ্য, ইডেনে ৫৬ বলে ১০৯ রান করেন সুনীল নারিন। এছাড়া ৪ ওভার বল করে ২টি উইকেটও তুলে নেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর