ইডেনে টানা ৫টি ম্যাচ খেলবে কলকাতা, কবে ও কোথায় পাবেন KKR-এর টিকিট?

বাংলা হান্ট ডেস্ক : IPL ২০২৪ এ ইডেনের মাঠে মোট ৭টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে এই খবর কম আনন্দের নয়। তবে তার থেকেও বড় কথা হল ইডেনের (Eden) মাঠে পরপর পাঁচটা ম্যাচ খেলবে শ্রেয়স ব্রিগেড। অর্থাৎ পছন্দের দলের খেলা দেখার জন্য খুব বেশি ছোটাছুটি করতে হবেনা। তাহলে চলুন দেখে নিই, ঠিক কোন কোন ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে এবং কোথায় পাবেন সেই টিকিট।

ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইডেনেই। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মে ম্যাচ রয়েছে তার ইডেনের মাঠেই হওয়ার কথা। তবে ১৭ এপ্রিল রাম নবমীর কারণে নিরাপত্তা দিতে পারবেনা বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেই কারণেই ম্যাচের সময়সূচি বদলে ১৬ এপ্রিল করা হয়েছে। যার টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামি ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে মোট পাঁচটি ম্যাচ খেলবে নাইটরা। এরপর নাইটরা শেষ হোম ম্যাচ খেলবে ১১ মে। এইদিন মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতার। চলুন দেখে নিই এই পাঁচটি ম্যাচ কবে, কখন এবং কাদের সাথে অনুষ্ঠিত হতে চলেছে!

আরও পড়ুন : T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না যশস্বীর, এই বিধ্বংসী প্লেয়ারকে সুযোগ দেবেন রোহিত

কলকাতা বনায় লখনউ – ১৪ এপ্রিল, বিকেল ৩.৩০ মিনিট।

কলকাতা বনাম রাজস্থান – ১৬ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

কলকাতা বনাম বেঙ্গালুরু – ২১ এপ্রিল, ৭.৩০ মিনিট।

কলকাতা বনাম পাঞ্জাব – ২৬ এপ্রিল, ৭.৩০ মিনিট।

কলকাতা বনাম দিল্লি – ২৯ এপ্রিল, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

কলকাতা বনাম মুম্বই – ১১ মে, সন্ধ্যা ৭.৩০ মিনিট।

কোথায় এবং কীভাবে টিকিট কাটবেন?

টিকিট কাটার জন্য আপনাকে চলে যেতে হবে বুক মাই শো অ্যাপ এবং ওয়েবসাইটে। অফলাইন থেকেও টিকিট বুক করতে পারবেন। তবে এই পরিষেবা কবে থেকে ওপেন হবে তা এখনও স্পষ্ট নয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর