বন্ধ হবে দাদাগিরি! কলকাতা পুরসভার এক পদক্ষেপেই রাতের ঘুম উড়ল প্রোমোটারদের

বাংলা হান্ট ডেস্কঃ গার্ডেনরিচ বিপর্যয়ের সাক্ষী থেকেছে গোটা বাংলা। অবৈধ নির্মাণ (Illegal Construction) ভেঙে মৃত্যু হয়েছিল বহুজনার। খাস কলকাতার বুকে এইভাবে বেআইনি নির্মাণ বিপর্যয়ের ঘটনা কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) অস্বস্তিতে ফেলে দিয়েছিল। বিরোধী সহ সাধারণ মানুষের হাজারো প্রশ্নে বিদ্ধ হয়েছিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও মেয়র তারপর থেকে একাধিক পদক্ষেপও করেছেন।

গার্ডেনরিচ কাণ্ডে তরতাজা ১৩ টি প্রাণ চলে যাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। তদন্ত থেকে শুরু করে বিল্ডিং বিভাগের অফিসারদের তুলোধনা করতে ছাড়েননি ফিরহাদবাবু। বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে শোকজও করা হয়েছিল। আর এবার বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া পদক্ষেপ প্রকাশ্যে আনতে চলেছে কলকাতা পুরসভা। প্রোমোটারদের দাদাগিরি বন্ধ করতে নয়া চাল।

জানা যাচ্ছে এবার প্রকাশ্যে আনা হবে অবৈধ নির্মাণের সমস্ত তথ্য। জনসাধারণের কাছে অবৈধ নির্মাণের তথ্য তুলে ধরতে বিরাট প্ল্যান পুরসভার। এবার থেকে কলকাতা পুরসভার ওয়েবসাইটেই মিলবে সব তথ্য। এই ওয়েবসাইটের মাধ্যমেই কলকাতার বাসিন্দারা দেখতে পারবেন শহরের কোথায় বেআইনি নির্মাণ আছে। কিন্তু কিভাবে?

মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ, এবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কলকাতার প্ৰতি ওয়ার্ডে ঘুরতে হবে। রোজ সকালে বেরিয়ে এলাকায় কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা খোঁজার কাজ করবেন তারা। বেআইনি নির্মাণের হদিস পেলে তার ছবি, এলাকার লোকেশন এবং যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে ঊর্ধ্বতন অফিসারদের কাছে জমা করবেন। সেই তথ্যই শহরবাসীর সামনে প্রকাশ করা হবে।

কলকাতা পুরসভার ওয়েবসাইটে নির্দিষ্ট ওয়ার্ডের নম্বর দিয়ে ক্লিক করলে তথ্য ও ছবি সমেত সেই ওয়ার্ডের কোথায় বেআইনি নির্মাণ রয়েছে তা চলে আসবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অ্যাসেসমেন্ট বিভাগ, লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জঞ্জাল সাফাই বিভাগের কর্মীদেরও চোখেও কোনো অবৈধ নির্মাণ পড়লে তারাও সেই বিষয়ে কলকাতা পুরসভাকে জানাবেন। যদি সত্যিই সেই নির্মাণ অবৈধ হয় তাহলে ওয়েবসাইটে ঢুকে যাবে তার বিবরণও।

kmc toilet corruption case

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা FIR এ নাম একাধিক তৃণমূল নেতার! পার্থ, তৃণাঙ্কুর ছাড়া আর কারা ফাঁসলেন?

অবৈধ নির্বাচন চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুরসভা। কলকাতা পুলিশও এই ওয়েবসাইটে থেকে অবৈধ নির্মাণের তথ্য সংগ্রহ করতে পারবে। বেআইনি নির্মাণ নিয়ে যাবতীয় অভিযোগের শুনানি কোন পর্যায়ে রয়েছে এবং আদালতের কি রায় তাও জনসমক্ষে আনা হবে। গোটা দেশের প্রথম কোন পুরসভা বেআইনি নির্মাণ এভাবে প্রকাশ্যে নিয়ে আসতে পদক্ষেপ করেছে বলে দাবি করেছে কলকাতা পুরসভা। অনেকেই যেমন এই পদক্ষেপকে বাহবা দিচ্ছে আবার অনেকে বলছে চোর পালালে বুদ্ধি বাড়ে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর