এবার কলকাতা পুলিশের নজরে কোহলি ও গম্ভীর! জারি হলো সতর্কতা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল লখনৌ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর থেকে সকলের মুখে মুখে একটাই কথা চলছে। আর সেই বিষয়টি হল যে বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে হওয়া ঝামেলায় দোষ কার ছিল। দুজনেই যে মাথা গরম করেছিলেন সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কার দোষে মূল ঝামেলাটা হয়েছে সেটা জানতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক ক্রিকেট ভক্তই যারা গতকাল ম্যাচটি দেখেননি।

এই ঝামেলার সূত্রপাত হয়েছিল ম্যাচ চলাকালীনই। আফগান বোলার নবীন উল হকের সাথে বিরাট কোহলি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরেও সেই ঝামেলা চলতে থাকে। সেই নিয়ে ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স বিরাট কোহলিকে কিছু বোঝাতে গিয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীর এগিয়ে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন।

এরপরেই দেখা যায় যে দুজনে দুদিকে এগিয়ে যেতে থাকা কোহলি এবং গম্ভীর আবার হঠাৎ নিজেদের দিকে এগিয়ে আসতে থাকেন। দুই দলের ক্রিকেটেররাই অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারেননি। এরপর আরসিবি তারকা ও মেন্টর একে অপরের মুখোমুখি হন এবং তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত আলোচনা চলে। এরপর অমিত মিশ্র এবং লোকেশ রাহুল দুজনকে সরিয়ে দেন। তবে দুজনের মুখেই অসন্তুষ্টি ছিল স্পষ্ট।

এবার এই ঘটনায় জড়িয়ে পড়েছে কলকাতা পুলিশ। দুই দলের প্রথম সাক্ষাতে জয়ের পর গৌতম গম্ভীর আঙ্গুলে মুখ লাগিয়ে আরসিবি ভক্তদের চুপ করার ইঙ্গিত দিয়েছিলেন। কাল দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির দল ম্যাচ জেতার পর বিরাট কোহলিও ঠিক একই রকম অঙ্গভঙ্গি করেছেন। সেই দুটি ছবি ব্যবহার করে কলকাতা পুলিশ বলেছে যে যদি কেউ অজানা আপনার কাছ থেকে আপনার ওটিপি জানতে চায় তাহলে আপনার প্রতিক্রিয়া বিরাট এবং গম্ভীরের মতোই হওয়া উচিত।

otp

দেশের বিভিন্ন প্রান্তের পুলিশদের সোশ্যাল মিডিয়া টিমের আইপিএলের সঙ্গে জড়িয়ে সচেতনতা বাড়ানোর ঘটনা নতুন কিছু নয়। এর আগে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটা টুইটে আরসিবি অধিনায়ককে খোঁচা মেরেছেন মুম্বাই পুলিশের সোশ্যাল মিডিয়া টিম। তারা বলেছে, “যখন জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছবেন তখন আপনি নিজের গতি কমিয়ে দেবেন, ঠিক যেমনভাবে বিরাট কোহলি ৫০-এর কাছাকাছি পৌঁছে নিজের রান তোলার গতি কমিয়ে দেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর