কাশী-কলকাতাকে একসূত্রে গাঁথতে তৈরি হচ্ছে ৮ লেনের মহাসড়ক, শুরু হয়ে গিয়েছে কাজও

বাংলা হান্ট ডেস্কঃ 2022-23 অর্থবছরে কেন্দ্রীয় সরকার দেশের পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে আর সেই পরিকল্পনা মতো ভারতমালা প্রকল্পের অধীনে বারাণসী থেকে কলকাতা পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে তৈরির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ফলে বারাণসী এবং কলকাতার মতো মেট্রো শহরগুলিতে এবার থেকে কম সময়ে এক জায়গা থেকে  অন্য জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনি।

বারাণসী ও  কলকাতার মধ্যে প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে ঝাড়খণ্ডের বহু জেলার উপর দিয়ে যাবে। এর মাধ্যমে দুই শহরের মধ্যে  দূরত্ব মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারবে যাত্রীরা।

জানা গিয়েছে, ভারতমালা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের চান্দৌলি এলাকায় এই এক্সপ্রেসওয়েটি 22 কিলোমিটার বিস্তৃত হবে এবং বিহারে তা হতে চলেছে প্রায় 159 কিলোমিটার। সমগ্র রাস্তাটি বিভিন্ন জেলার 31 টি গ্রামের উপর দিয়ে বিস্তৃত হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে বিভিন্ন এলাকা চিহ্নিত করে ডিপিআর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আট লেনের এই এক্সপ্রেসওয়ে তৈরির ফলে বিহার, ঝাড়খন্ড এবং বাংলার মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়া সহজলভ্য হবে। ভারতমালা প্রকল্পের অধীনে বারাণসী থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য মোট 575 কিলোমিটার হতে চলেছে এবং এর প্রস্থ হবে 100 মিটারের কাছাকাছি। প্রধানত কাশী এবং কলকাতাকে সংযুক্ত করার জন্যই এটি তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে পরিকল্পনা মাফিক রূপরেখা তৈরি করে জমি অধিগ্রহণের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর