নববর্ষে নয়া উপহারে সাজবে তিলোত্তমা! আরও এক ‘চোখ ধাঁধানো’ প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ নববর্ষে নয়া উপহার পেতে চলেছে তিলোত্তমা। এবার পয়লা বৈশাখে নতুন উপহারে সেজে উঠবে শহর কলকাতা (Kolkata)। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে তৈরি হয়েছে একাধিক অডিটোরিয়াম (Auditorium)। আর এবার সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৩ এপ্রিল আরও এক নতুন প্রেক্ষাগৃহ পেতে চলেছে কলকাতা। সূত্রের খবর, এই প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ। তার আগেই এই অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করতে চেয়েছিল পূর্ত দফতর। সেই মতোই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানিয়ে রাখি, কলকাতার আলিপুর এলাকায় তৈরী হওয়া এই সুবিশাল প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। শিলান্যাসের সময় এর নামও ঠিক করেন মুখ্যমন্ত্রী। প্রেক্ষাগৃহের নাম ‘ধনধান্য’ রাখার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে বিশালাকৃতির এই প্রেক্ষাগৃহ। ছ’তলা প্রেক্ষাগৃহে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। অডিটোরিয়ামটি বাইরে থেকে দেখতে একেবারে শঙ্খের ন্যায় যার দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। সুবিশাল এই প্রেক্ষাগৃহে রয়েছে দু’হাজার আসন বিশিষ্ট সভাঘর। সঙ্গে ৫৪০টি আসনের একটি সভাগৃহও রয়েছে।

auditorium

এ ছাড়াও রয়েছে আরও চমক। রয়েছে স্ট্রিট থিয়েটার। অত্যাধুনিক পরিষেবাযুক্ত নতুন এই প্রেক্ষাগৃহে থাকবে পৃথক পৃথক বিভাগ। যেখানে একসঙ্গে বসে ৩০০ দর্শক বসে শো উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান করার জন্য ব্যাঙ্কোয়েট, ফুড পার্কের সবকিছুরই ব্যবস্থা থাকছে দেখানে। প্রেক্ষাগৃহের নীচের তলায় দু’টি ভাগে রয়েছে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত। দু’টি ভাগে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর