ফের বড় অ্যাকশন! আর নতুন গ্রাহক যুক্ত করতে পারবে না Kotak Mahindra, কড়া নির্দেশ জারি RBI-এর

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে (Kotak Mahindra Bank) অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করা এবং ক্রেডিট কার্ড ইস্যু করার বিষয়টি নিষিদ্ধ করেছে।

এই প্রসঙ্গে RBI একটি বিবৃতিতে জানিয়েছে যে, কোটাক ব্যাঙ্কের আইটি ঝুঁকি ব্যবস্থাপনা এবং তথ্য সুরক্ষা অপারেশনগুলিতে ত্রুটিগুলির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ এবং ২০২৩ সালের জন্য ব্যাঙ্কের আইটি অডিট দ্বারা উত্থাপিত উল্লেখযোগ্য উদ্বেগের ভিত্তিতে ও সময়মতো উপযুক্ত পদ্ধতিতে এই উদ্বেগগুলিকে মোকাবিলায় ব্যাঙ্কের ক্রমাগত ব্যর্থতার ভিত্তিতে এই পদক্ষেপগুলি প্রয়োজনীয় ছিল।

Kotak Mahindra will not be able to add new customers.

গুরুতর ত্রুটি দেখা গেছে: RBI জানিয়েছে, “IT ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইউজার এক্সেস ম্যানেজমেন্ট, ভেন্ডর রিস্ক ম্যানেজমেন্ট, ডেটা সিকিউরিটি এবং ডেটা লিক প্রতিরোধের কৌশল, ব্যবসার ধারাবাহিকতা ও সঙ্কট-পরবর্তী পুনরুদ্ধারের প্রচেষ্টার ক্ষেত্রে গুরুতর ঘাটতি এবং নিয়মের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে,” RBI বলেছে “পরপর ২ বছর ধরে, ব্যাঙ্কের নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির অধীনে প্রয়োজনীয়তার বিপরীতে আইটি ঝুঁকি এবং তথ্য সুরক্ষা কার্যক্রমে ঘাটতি দেখা গেছে।”

আরও পড়ুন: গরমে নয়, এবার কারেন্টের বিল মেটাতে ছুটবে কালঘাম! ফের দাম বাড়ল বিদ্যুতের, চিন্তায় লক্ষ লক্ষ গ্রাহক

অনলাইনে নতুন গ্রাহক যুক্ত করা থেকে বিরত করা হয়েছে: উল্লেখ্য যে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে অবিলম্বে তার অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করা এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ব্যাঙ্কটি তার বর্তমান ক্রেডিট কার্ড হোল্ডার সহ অন্যান্য গ্রাহকদের পরিষেবা প্রদান অব্যাহত রাখবে।

আরও পড়ুন: “গিরগিটির মতো রং বদলাই না”, KKR-এর প্রসঙ্গে বড় বয়ান দিলেন পাকিস্তানি কোচ, যা বললেন….

শেয়ারের অবস্থা: উল্লেখ্য যে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার বুধবার লাভের সাথে বন্ধ হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কের শেয়ার আজ ১.৬৪ শতাংশ বা ২৯.৮০ টাকা বেড়ে ১,৮৪৩.০৫ টাকায় বন্ধ হয়েছে। এই শেয়ারের ৫৩ সপ্তাহের সর্বোচ্চ হল ২,০৬৩ টাকা। যেখানে ৫২ সপ্তাহের সর্বনিম্ন হল ১,৬৬৬ টাকা। এদিকে, ওই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ আজ BSE-তে ৩,৬৬,৩৮৩.৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর