স্কাই ও ভার্মার দাপটে শেষপর্যন্ত তৃতীয় T20-তে বিজয়তিলক উঠলো ভারতের কপালে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে জয়ে ফিরলো ভারতীয় দল। আজ জয়ে দুটো পরিবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ঈশান কিষাণ (Ishan Kishan) দীর্ঘদিন ধরে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলের হয়ে আজ ওপেন করার সুযোগ দেওয়া হয়েছিল তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তবে তিনি নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যর্থ। কিন্তু সূর্যকুমার যাদবের ব্যাটিং এবং কুলদীপ যাদবের বোলিংয়ের দাপটে এই ঘটনাকে সমস্যা বলে মনেই হয়নি ভারতের।

দ্বিতীয় পরিবর্তন হিসেবে কুলদীপ যাদবকে দলে এনেছিলেন হার্দিক যিনি হতাশ করেননি ভারত অধিনায়ককে। ওয়েস্ট ইন্ডিজ যে বিশাল বড় স্কোর খাড়া করতে পারেনি ভারতের সামনে চেজ করার জন্য তার মূল কারণ ছিলেন কুলদীপ যাদব। দুরন্ত বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি।

আজ তিনি নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং এবং জনসন চার্লসের মতো তারকা ব্যাটারদের উইকেট নিয়েছিলেন। সেইসঙ্গে তিন উইকেট নিয়ে তিনি আজ ভারতীয়দের মধ্যে দ্রুততম পঞ্চাশ টি-টোয়েন্টি উইকেট তোলা বোলার হয়ে গেলেন। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি তার চেয়ে দ্রুত শুধু গড়তে পেরেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার অজন্তা মেন্ডিস। এছাড়া ভালো বোলিং করে একটি করে উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।

kuldeep yadav 50

মূলত অধিনায়ক রোভম্যান পাওয়েলের ১৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ভারতীয় দলকে ১৬০ রানের টার্গেট দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তারা করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারত কারণ নবাগত যশস্বী জয়সওয়াল (১) এবং শুভমান গিল (৬) আজ ব্যর্থ হন। কিন্তু পরিস্থিতি সামলে নেন সূর্যকুমার যাদব।

নিজের পরিচিত ভঙ্গিতে ব্যাটিং করছিলেন স্কাই। গ্রিল ড্রেসিংরুমে ফেরার পর তার সঙ্গে এসে যোগ দেন দুর্দান্ত ফর্মে থাকা তিলক ভার্মা। গত দুই ম্যাচে তিনি আগ্রাসনের নীতি বেছে নিলেও আজ মূলত সূর্য কুমারকে সঙ্গ দেওয়ার কাজটাই করছিলেন তিনি। ভারতের জয় পেতে অসুবিধা হয়নি। আজ নিজের ১৪ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান করেন স্কাই। সূর্যকুমার যাদবের ৪৪ বলে ১০ টি চার ও ৪ টি ছক্কা সহযোগে খেলা ৮৩ রানের ইনিংস ও তিলক ভার্মার ৩৭ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় হার্দিকের ভারত। হার্দিক পান্ডিয়ার নিচে কুরি রান করে অপরাজিত থাকেন

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর