পার্থ চট্টোপাধ্যায়ের পিছনে পড়লেন কুণাল ঘোষ? টুইট করে জানালেন ধিক্কার

বাংলা হান্ট ডেস্কঃ মনমোহন সিংহের মৃত্যু নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের একটি পোস্ট এবং তা নিয়ে করা কুণাল ঘোষের পাল্টা টুইট কাণ্ডে বিতর্কের রেশ ছড়ালো বাংলার রাজনীতিতে। বর্তমান সময় তৃণমূল দলের জন্য ভাল যাচ্ছে না। একাধিক স্থানে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে দল যে ক্রমশ কোণঠাসা হয়ে পরছে, তা বলা বাহুল্য। আর এর মাঝে একটি পোস্টকে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়-র মধ্যে ফাটল দেখা দিল।

গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে মনমোহন সিংহ-এর একটা ছবি দিয়ে তাঁর মৃত্যুর খবর পোস্ট করা হয়। এরপর তৃণমূলের এই নেতা লেখেন, “মনমোহন সিংহের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ।” যেখানে মনমোহন সিং সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন, সেখানে হঠাৎ কেন এমন পোস্ট তা নিয়ে সন্দিহান হয়ে যায় সকলে। এরপরই নিজের ভুল বুঝতে পেরে সেটি ডিলিট করে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর ফেসবুক পেজ থেকে অন্য কেউ এই পোস্টটি শেয়ার করেছে এবং এটি ভুল করেই হয়েছে।

এরপর এই বিতর্ক থেমে গেলেও তা পুনরায় আবার মাথাচাড়া দিয়ে ওঠে যখন আজ কুণাল ঘোষ এই পোস্টের পাল্টা একটি পোস্ট শেয়ার করেন। ফেসবুক এবং টুইটারে মনমোহন সিংহের ছবি শেয়ার করে তিনি লেখেন, “2012, MP শপথের ছবিতে তিনি। 2018, অবসরের মুহূর্তেও তিনি। পরমশ্রদ্ধেয় ডঃ মনমোহন সিংহ। যে বা যাঁরা তাঁর মৃত্যুসংবাদ ছড়ালেন, আগ বাড়িয়ে শোক জানালেন, সেই দায়িত্বজ্ঞানহীনদের ধিক্কার জানাই। দুঃখপ্রকাশ করুন তাঁরা। ডঃ সিং ভালো থাকুন, সুস্থ থাকুন।”

তবে, শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, অনেক তৃণমূলের নেতা, বিধায়করা মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে ভুল পোস্ট করেছিলেন। আর আজকে কুণাল ঘোষ যে শুধু পার্থ চট্টোপাধ্যায়কেই আক্রমণ করে পোস্ট করেছেন, তাও ঠিক নয়। তিনি সবাইকেই এই নিয়ে বিঁধেছেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর