ATK সরানোর কৃতিত্ব কার? মোহনবাগানে বাঁধলো কুণাল বনাম সৃঞ্জয় দ্বন্দ্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শনিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আয়োজিত আইএসএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসি’কে পরাস্ত করে জয়লাভ করে সবুজ-মেরুন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। খুশির মেজাজে যখন দল ও দলের সমর্থকরা ঠিক সেই সময়ই আরেক খবর নিয়ে হাজির এটিকে মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। হঠাৎই ঘোষণা করেন পরের বছর থেকে দলের নাম পরিবর্তন করা হবে। বলা হয়, পরের মরশুম থেকে দলের নয়া নাম হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)।

এদিনের ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘এই ঘোষণাটি বিগত কয়েকদিন ধরেই করার জল্পনা চলছিল। অবশেষে এই জয়ের পর সেই সুযোগটা আমাদের কাছে চলে এল। আমরা সবাইকে এই ব্যাপারে অবগত করতে চাই।’ অন্যদিকে, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ (Kunal Ghosh) এরপরই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেই নিয়েই শুরু হয়েছে চৰ্চা।

নিজের করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কারা বলছিল, এটিকে ওঠাতে কর্মসমিতি কিছু করছে না? কারা বলছিল এমনিই আমি পদে বসে আছি? আজ সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলব, মনে রাখবেন, সহ সভাপতি হিসেবে প্রথম বৈঠকে আমিই প্রথম আনুষ্ঠানিকভাবে এটিকে সরানোর আলোচনার দরজা খোলার কথা বলি। কর্মসমিতি সম্মত হয়। তারপর থেকেই এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল।’ কুণাল আরো বলেছিলেন যে তিনি ক্লাবে যোগ দেওয়ার আগে এটিকে সরানোর কথা ভাবাই হয়নি।

kunal ghosh mohun bagan

কিন্তু কুণালের এই ধারণার সঙ্গে একমত নন টুটু বসু পুত্র সৃঞ্জয় বসু। তিনি বলেছেন যে তারা একসঙ্গে যে পদক্ষেপ করেছিলেন তা অবশেষে সফল হয়েছে। এর মাঝে তাদেরকে অনেক ব্যক্তিগত আক্রমণও সহ্য করতে হয়েছে। এই ঘটনার জন্য তিনি নিজের সঞ্জীব আঙ্কেলকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে কটুক্তি আক্রান্ত হয়েও যারা এতদিন মাঠে গিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিজের বক্তব্যে তিনি একবারও আলাদা করে কুণালের কথা উল্লেখ করেননি। তিনি এবার বাকি সকল সমর্থককেও অভিমান বর্জন করতে বলেছেন। তিনি জানিয়েছেন যারা এতদিন মাঠ বয়কট করেছিলেন তাদেরকেও এবার মাঠে আসতে হবে মোহনবাগানের টানে। সকলকে একসঙ্গে বসে মোহনবাগানের জন্য চিয়ার্স করতে হবে বলে জানিয়েছেন সঞ্জয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর