‘শুনলাম শুভেন্দুকে হোয়্যাটসঅ্যাপ করেছেন…’! ‘চৈতন্যদেব’ অতীত, দেবকে এবার নতুন নাম দিলেন কুণাল

   

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালে ‘দেবের কীর্তি’ ফাঁস করে তোলপাড় কাণ্ড বাঁধিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ শানিয়েছেন দেবও। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের দাপুটে নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘাটালের জোড়াফুল প্রার্থীর নতুন নামকরণও করলেন তিনি।

আজ শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, এনামুল হকের সংস্থা থেকে গরু পাচারের টাকা দেবের অ্যাকাউন্টে ঢুকেছে। নিজের দাবির স্বপক্ষে এক্স হ্যান্ডেলে দু’টি নথির ছবিও পোস্ট করেন তিনি। তা দেখে দেবের (Dev) পাল্টা প্রশ্ন, শুভেন্দু যে নথির ছবি শেয়ার করেছেন তা ইডি, সিবিআইয়ের কাছে ছিল। তিনি কীভাবে সেই নথি সর্বসমক্ষে তুলে ধরলেন? এই নিয়ে শুভেন্দুকে নাকি তিনি হোয়্যাটসঅ্যাপও করেছেন। এই বিষয়টি কানে আসতেই দেবকে নিয়ে মুখ খোলেন কুণাল।

একদা ঘাটালের বিদায়ী সাংসদকে ‘চৈতন্যদেব’ নাম দিয়েছিলেন তৃণমূলের (Trinamool Congress) এই নেতা। এবার বললেন, ‘দেব হলেন সৌজন্যের রাজনীতিতে দেবাদিদেব’। বিজেপি নেতাকে হোয়্যাটসঅ্যাপ করা নিয়ে শুভেন্দু খোঁচা দিয়ে বলেন, ‘দেব সৌজন্যের রাজনীতি করেন। ওখানে যদি কেউ আপত্তিকর মন্তব্য করেন, তাহলে ওনার নীতি হল মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? শুনলাম শুভেন্দুকেও হোয়্যাটসঅ্যাপ করেছেন। কারোর হয়তো মনে হয়েছে শুভেন্দু আক্রমণ শানালেও ওনাকে হোয়্যাটসঅ্যাপ করা যায়। ওঁদের মধ্যে যদি তেমন সম্পর্ক থাকে, করেছেন’।

আরও পড়ুনঃ ভোট মিটলেই লক্ষ্মীলাভ! বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের! সুখবর শোনালেন শাসকদলের নেতা

কুণাল বলেন, দেবের সঙ্গে সবার সম্পর্ক ভালো। ‘প্রেম বিলিয়ে বেড়ায়’, মন্তব্য তৃণমূল নেতার। এমনিতে দেবের মুখে বরাবর সৌজন্যের রাজনীতির কথা শোনা গেলেও, আজ সেই নীতি থেকে খানিক বেরোতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল প্রার্থী স্মরণ করিয়ে দেন, ‘আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়’। একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু এবং হিরণকে।

Dev Kunal Ghosh

এই বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন কুণাল। তৃণমূল নেতা বলেন, ‘কোনও ব্যক্তি যদি দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তাহলে তাঁর সঙ্গে আমি সৌজন্য দেখাব। আর ইট-কাদা যদি আমার ঘাড়ে আসে তাহলে আমি আক্রমণ করব, এটা একটু বিবেচনা করা উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর