পার্থকে এখনই মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কার করা উচিৎ! আমাকেও সরিয়ে দিতে পারে! বিস্ফোরক কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি শুধু তৃণমূলের মহাসচিবই নন, মমতা সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রীও বটে। আর শিক্ষামন্ত্রী থাকাকালীনই ওনার বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ইডি পার্থর বান্ধবীর বাড়িতে পরপর হানা দিয়ে প্রথম দিনে ২১ কোটি ও দ্বিতীয় দিনে প্রায় ২৯ কোটি টাকা উদ্ধার করে।

ব্যাপক দুর্নীতিতদ অভিযুক্ত ও ইডির হাতে গ্রেফতার হলেও পার্থবাবুর বিরুদ্ধে এখনো কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। উল্টে, তৃণমূলের তরফ থেকে প্রথম থেকেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তুলে ধরা হয়েছিল। পাহাড় প্রমাণ দুর্নীতিতে অভিযুক্ত অগাধ সম্পত্তি ও কাঁড়ি কাঁড়ি টাকা মেলার পরেও পার্থকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন চারিদিকে।

আর এরই মধ্যে এবার পার্থকে নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ! তিনি ট্যুইট করে সরাসরি পার্থকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। কুণালবাবু একটি ট্যুইট করে লিখেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করতে হবে। তাকে বহিষ্কার করা উচিত। যদি এই বক্তব্য ভুল বলে মনে করা হয়, তাহলে আমাকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার অধিকার দলের রয়েছে। আমি একজন সৈনিক হিসাবে চালিয়ে যেতে হবে।”

https://twitter.com/KunalGhoshAgain/status/1552509784745578498?s=20&t=iD-mw3tJoEB6PXTiW-YQIg

উল্লেখ্য, বুধবার রাতে পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হওয়ার পরেও কুণাল ঘোষ নিজের প্রতিক্রিয়া দেন। কুণাল ঘোষ বলেন, ‘এই ছবি আমাদের মাথা হেঁট করে দেওয়ার মতো। এটা একদমই কাম্য নয়। এত টাকা কে বা কারা রাখল, কীভাবেই বা রাখল, তাঁর তদন্ত করে ন্যূনতম তথ্যপ্রমাণ আদালতে পেশ করলে দল ব্যবস্থা নেবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর