‘চড়াম চড়াম’, ‘ওদের পিঠে ডিজে বাজাবো’ লোকসভার আগে কুণালের মুখে কেষ্টর কু কথার ‘বাণী’

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রতর বুলি কুণালের (Kunal Ghosh) গলায়। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ৪৮ ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে টানা দুদিন ধর্না চলেছে মমতার। রবিবার তৃণমূলের সেই ধর্নামঞ্চ থেকেই ‘কেষ্টর বাণী’ শোনা গেল কুণালের গলায়। নকুলদানা থেকে চড়াম চড়াম সবেরই সমাগম।

বীরভূমের (Birbhum) দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই ২০২২ সালে গরু পাচার মামলায় সিবিআই এর গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট। তারপর থেকে এখনও জেলবন্দি হেভিওয়েট এই নেতা। বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহাড়। দাপুটে নেতার এখন জেলের ভাত খেয়েই দিন কাটাচ্ছেন। তবে কেষ্ট কারাগারে থাকলেও বিরোধীদের ‘ঠান্ডা’ করতে অতীতে তার প্রচলিত শব্দবন্ধ এবার কুণালের গলায়।

এদিন রেড রোডের ধর্না থেকে কুণাল বলেন, “তৃণমূল সর্বাধিক আসন পেয়ে লোকসভায় যাবে। ‘ইস বার চল্লিশ পার’। সরকার যে-ই গঠন করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ই তার মূল নিয়ন্ত্রক শক্তি হবে বলেও দাবি করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কুণাল বলেন, “কেন্দ্রের সরকার আমাদের কথায় উঠবে, আর আমাদের কথাতেই বসবে।”

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের কুরুচিকর মন্তব্য করা নিয়ে এদিন তীব্র প্রতিবাদ জানিয়ে কুণাল বলেন, ‘আমাদের নেত্রী একবার অনুমতি দিন, কোনও রবীন্দ্র সঙ্গীত শোনানো হবে না, ওদের পিঠে ডিজে বাজানো হবে।’কুণাল বলেন, “বিজেপির পুরনো কর্মীদের বলছি, দয়া করে কুকুর-বিড়ালগুলোকে দলে নেবেন না! পাগলা কুকুর কোলে নিলে, সে আপনাকেও ছাড়বে না। কামড়ে দেবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলেই পিটিয়ে মেরে দিন!”\

kunal

আরও পড়ুন: ‘নিজের স্ত্রী-র বিরুদ্ধে না মামলা করে’, বিয়ের পরই CPM নেতা সায়নকে নিয়ে যা বললেন তৃণমূলের রাজন্যা

বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেন, ‘ওরা ভোটে না জিততে পেরে ইডি, সিবিআইকে নিয়ে লড়ছে। তৃণমূলের নেতা-নেত্রীদের নামে কুৎসা করছে।” এরপরই মঞ্চ থেকে অনুব্রতর দেওয়া নিদান ঝালিয়ে কুণাল বলেন, “তবে ওদের যদি বীরভূমে ফের নকুল দানা, জল না খাওয়ানো হয়, চড়াম চড়াম ঢাক না বাজানো হয়, তাহলে এরা বুঝবে না। এঁরা গণতান্ত্রিক ভাবে লড়ছে না।” প্রসঙ্গত এর আগে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর দাওয়াই দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর এবার কেষ্টর শব্দবন্ধ কুণালের মুখে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর