সকাল সকাল বড় খবর! এবার কুণালের ৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ কোটির পর এবার ৬১ কোটি ৮৪ লক্ষ। কল সেন্টার প্রতারণা মামলায় অভিযুক্ত কুণাল গুপ্তর ৬১ কোটি ৮৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সেপ্টেম্বর মাসে কল সেন্টার প্রতারণা চক্রের (Call Center Fraud Case) কিংপিন কুণাল গুপ্তাকে (Kunal Gupta) গ্রেফতার করে ইডি (ED)। তারপর থেকে ইডি হেফাজতেই রয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার ভুয়ো কল সেন্টার মামলায় ধৃত কুণাল গুপ্তা, তার স্ত্রী এবং কয়েকটি সংস্থা-সহ ন’জনের বিরুদ্ধে অবসরকালীন সিবিআই (পিএমএলএ) বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। ইডি সূত্রে দাবি, বিদেশে লোক ঠকিয়ে সেই জালিয়াতির কালো টাকা লাগানো হয়েছিল হোটেল ও পানশালার ব্যবসায়। দুর্নীতির কালো টাকা সাদা করতে দেশে নিয়ে এসে সম্পত্তি ও ভুয়ো সংস্থায় বিনিয়োগ করেছিলেন কুণাল গুপ্তা।

গ্রেফতারির পরই কুণালের বিশাল পরিমাণ সম্পত্তির হদিস পায় তদন্তকারীরা। জানা যায় দুবাই সহ নানান দেশে তার একাধিক বাড়ি সম্পত্তি রয়েছে। ইতিমধ্যেই গোয়ায় কয়েক কোটি টাকার মূল্যের একটি রিসর্ট এবং কলকাতা ও বেঙ্গালুরুতে মিলিয়ে কুণাল গুপ্তার মোট ১২টি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত সাহারা কর্তা সুব্রত রায়! ৭৫ বছর বয়সে না ফেরার দেশে ‘সাহারশ্রী’

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত কুণালের ১১টি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ১৪টি বিলাসবহুল বিদেশি গাড়িও। রেসকোর্সেও কুণালের ৩৫ টি ঘোড়া রয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা। দুর্নীতির কালো টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডি অফিসারদের।

kunal gupta

প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুণাল। এর আগে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছে CDI ও রাজ্য পুলিশ। আগস্ট মাসের শেষে এই কুণালের অফিস ও তার সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। কুণালের বিশাল পরিমাণ সম্পত্তির হদিস পায় তদন্তকারীরা। জানা যায় দুবাই সহ নানান দেশে তার একাধিক বাড়ি সম্পত্তি রয়েছে।

ইডি সূত্রে খবর, মূলত বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে তাদের কুণালের সংস্থার কর্মীরা ফোন করতেন। তারপর কথায় কথায় ব্যাঙ্ক ডিটেইল নিয়ে নিলেই হয়ে যেত কাজ। মুহূর্তে অ্যাকাউন্ট থেকে টাকা সাফ দিত তার সংস্থার কর্মীরা। এরপর তা ভারতীয় মুদ্রায় রূপান্তর করা হত। ব্রিটেনেও কুণালের নামে প্রতারণা মামলা দায়ের রয়েছে বলে আদালতে জানায় ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর