তাপস মণ্ডল বিজেপির সঙ্গে যুক্ত, সব ফাঁস করব! বিস্ফোরক দাবি কুন্তলের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগে সরব কুন্তল। এদিনও তার ব্যাতিক্রম হল না। মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mandal) নিয়ে বড়সড় বোমা ফাটালেন যুবনেতা।

১৪ দিনের ডিরেক্টরেট হেফাজত শেষে আজ ফের অভিযুক্ত কুন্তল ঘোষকে আদালতে পেশ করবে ইডি। শুক্রবার সিজিও থেকে কুন্তলকে নিয়ে যাওয়ার সময় বলে ওঠেন, ‘অনেক কিছু বলার আছে। আদালতকে বলব। তাপস মণ্ডল কীভাবে যুক্ত আছে বিজেপির সঙ্গে একটু দেখে নিন। আদালতে গিয়ে সব বলব। অনেক কিছু বলার আছে, পরে বলছি।’ তবে তদন্তকারীরাদের ধারণা, এভাবেই কুন্তল প্রভাবশালীদের আড়াল করে তদন্ত বিপথে চালনা করার চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, গত মাসেই ইডির হাতে গ্রেফতার হন কুন্তল। তবে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের নাম প্রথম উঠে আসে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করেই। এরপরই তৎপর হয় গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে এই কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয় টেট অ্যাডমিট কার্ড ও ওএমআর (OMR) শিটের শতাধিক প্রতিলিপি।

শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছে কুন্তল। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ইডির হাতে। পাশাপাশি টাকা নেওয়ার বিষয় নিজেও স্বীকার করে নিয়েছে কুন্তল। তবে ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।

kuntal ghosh ed

উল্লেখ্য, তৃণমূলের যুবনেতা ছিলেন কুন্তল, পাশাপাশি দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি অভিযুক্ত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন কুন্তল। ইডি সূত্রে জানা গিয়েছে, এই বিপুল দুর্নীতিতে একাধিক মিডিলম্যান সামিল ছিল। পাশাপাশি লেনদেনের জন্য যুক্ত করা হয়েছিল বহু এজেন্টকেও। এদের মাধ্যমেই দুর্নীতি এত বড় আঁকার ধারণ করেছিল বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর