‘বেনিয়মে শিক্ষক নিয়োগে ১০০ কোটিতে খেলেছেন কুন্তল ঘোষ’, বিস্ফোরক দাবি তাপস মন্ডলের

   

বাংলা হান্ট ডেস্ক : সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ যেদিন শেষ হয় সেদিন তাপস মন্ডল জানান রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগে (SSC Scam) ১৯ কোটি টাকা পৌঁছেছে হুগলির যুব নেতা কুন্তল ঘোষের কাছে। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দাবি করেন, ওই টাকা কী ভাবে দেওয়া হয়েছিল, তা তাঁদের বিস্তারিত ভাবেই জানিয়েছেন তাপস মণ্ডল। এই তাপস মন্ডল শুধুমাত্র বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতিই নন, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যে ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও বিশেষ ঘনিষ্ঠ।

তাপস মন্ডল এদিন জানান, কুন্তল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে এই মামলার চিঠি এসেছে। তিনি দাবি করেন, ‘বেআইনি নিয়োগ সংক্রান্ত যে টাকা কুন্তল নিয়েছিলেন, তার যাবতীয় নথি আমার কাছে রয়েছে।’ এর আগে তাপস জানিয়েছিলেন ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছে কুন্তলের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার কথা বলেছিলেন। শুক্রবার তিনি আর এক ধাপ এগিয়ে বলেন, চাকরির আশ্বাস দিয়ে ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেন কুন্তল।

tapas 2

তাপস মন্ডল সিবিআইকে জানান, ‘কুন্তল চাকরির পরীক্ষায় পাশ করানোর জন্য প্রথমে এক লক্ষ টাকা করে নেন। তার পরে আবার ধাপে ধাপে নিয়েছেন। টাকা নেওয়ার পরে তিনি একটি ছোট ডায়েরিতে লিখে সইও করে দিতেন তিনি। বিষয়টি ইডি-কে জানিয়েছি আমি। ওই ডায়েরিটিও ইডির তদন্তকারীদের হেফাজতে রয়েছ।’

বুধবার সিবিআইয়ের দফতর‌ থেকে বেরিয়ে সাংবাদিকদের তাপস বলেন, ‘এটা প্রায় ১০০ কোটি টাকার খেলা।’ ওই দিন কুন্তলের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এর পরে তাপসকে ফের বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়। কিন্তু ওই দিন তিনি হাজির হননি। শুক্রবার বিকেল তিনটে নাগাদ সিবিআই দফতরে আসেন তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর