কুন্তলের দুর্নীতি ভারত মহাসাগেরের মতো, চাকরির নামে ৩০,০০,০০০ টাকা ঘুষ নিয়েছে! আদালতে দাবি ED-র

বাংলা হান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। শুক্রবার সকাল থেকে চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে টানা তল্লাশি ও ২৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে গ্রেফতার করা হয় কুন্তলকে। ইডি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে। আজ শনিবার তাঁকে আলিপুরের নগর দায়রা আদালতে তোলা হয়। সেখানেই কুন্তলের দুর্নীতির পরিমাণ বোঝাতে গিয়ে ইডি প্রসঙ্গ টেনে আনে ‘ভারত মহাসাগর’-এর।

শনিবার আদালতে কুন্তলের হয়ে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। সেই আর্জির বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, ‘এই নিয়োগ দুর্নীতি মামলায় আগেও উঠে এসেছে কুন্তল ঘোষের নাম। তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন তা ভারত মহাসাগরের সমান!’ কুন্তলের আইনজীবী এদিন আদালতে জানান, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও অবৈধ টাকা উদ্ধার হয়নি। কেন তাহলে তাঁকে ইডি হেফাজতে রাখা হবে? তদন্তে সবরকম সহযোগিতা করবেন কুন্তল। তাই যেকোনও শর্তে জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়।

জানা যাচ্ছে, কুন্তলের ফ্ল্যাট থেকে একটি ডায়েরি পাওয়া গেছে বলেও আদালতে দাবি করেছে ইডি। এরই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানায়, মোট ৩০ কোটির হদিস তারা পেয়েছে। এদিন আদালতে তদন্তে কুন্তলের অসহযোগিতার প্রসঙ্গ টেনে আনে ইডি। ইডির আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নোটিস পাঠানো হয়, কিন্তু কোনওরকম সহযোগিতা করেননি তিনি। তাই নিজেদের হেফাজতে নিতে চায় বলে আদালতে দাবি জানায় ইডি। আদালত সূত্রে খবর, শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারক।

kuntal ghosh

ইডি সূত্রে খবর, কুন্তল তাঁর বিপুল সম্পত্তির উৎস বলতে পারেননি। তাছাড়া তাঁর ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। যা বিএড কলেজের অ্যাডমিশন, টাকা নেওয়া, চাকরির প্যানেলে নাম তোলার সঙ্গে সম্পর্কযুক্ত। কুন্তলের বিরুদ্ধে সেই দুর্নীতির তদন্ত নিজেদের হেফাজতে রেখেই করতে চায় ইডি।

এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, কুন্তলের বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি কালো ডায়েরি। সেই ডায়েরিতে রয়েছে টাকার লেনদেনের হিসাব। তাতে দেখা যাচ্ছে ২০১৬ সাল থেকে চাকরি পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মোট ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল। সেকথা স্বীকারও করেছেন অভিযুক্ত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর