‘দম দেখাব’, আজ দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করবে ৫০ হাজার কুড়মি! কী হতে চলেছে…

বাংলা হান্ট ডেস্কঃ তির্যক মন্তব্যের জেরে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে প্রতিবাদের ঝড় জঙ্গলমহল জুড়ে। কুড়মি আন্দোলনকারীদের (Kurmi Protest) একাংশকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিকে ক্ষমা চাইতে বলেছিলেন কুড়মি আন্দোলনকারীরা। এমনকী বেঁধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা সময়ও। তবে মাথা নিচু করতে নারাজ ঘোষবাবু।

মঙ্গলবারই স্পষ্ট কথায় দিলীপ ঘোষ জানান, তিনি কোনো অন্যায় করেননি। তার কথায়, ”যে অন্যায় করে সে ক্ষমা চায়। আমি করিনি।” অন্যদিকে কুড়মিরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরাও। আজ, বুধবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করতে চলেছেন তারা।

এই বিষয়ে কুড়মি সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন,”কুড়মিদের নিয়ে কুমন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে ওনার দলের রাজ্য সভাপতি ক্ষমা চাওয়ার কথা বললেও দিলীপ ঘোষ কোনও বার্তা দেননি। এই পরিস্থিতিতে ওনার ঘরেই যাবে আদিবাসী কুড়মি সমাজের নেতাকর্মীরা। আমাদের কত দম আছে দেখাব। আমি নিজেও এই কর্মসূচিতে থাকব।”

‘কাপড় খুলে দেব’! দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদেই সরব কুড়মি সমাজ। গতকালও নেতার অফিস ঘেরাও এর পাশাপাশি জঙ্গলমহলে দিলীপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে আজ দুপুরে তার বাড়ি ঘেরাও করা হবে। পুরুলিয়া জেলা ছাড়াও বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় ৫০ হাজার কুড়মি আন্দোলনকারীরা যাবেন বাসভবন ঘেরাও অভিযানে।

dilip ghoshh

প্রসঙ্গত, গতকাল দিলীপ ঘোষের হয়ে কুড়মি আন্দোলনকারীদের একাংশের কাছে ক্ষমা চেয়ে নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দিলীপ ঘোষ হার মানতে নারাজ। তার সোজা কথা, “ওরা আমার রাস্তা ঘেরাও করেছে। আমার বাড়ি এসেছে।”

সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন কুড়মি (Kurmi) সমাজের প্রতিনিধিরা। দিলীপ বাবুর আশঙ্কা যে ভাবে আন্দোলনকারীদের একাংশ বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছেন এতে তৃণমূলের মদত থাকতে পারে। তার বাড়ি ঘেরাও হবে শুনে গতকালই দিলীপবাবু বলেছিলেন যে কুড়মিরা ওনার বাড়িতে এলে চা খাওয়াবেন। অর্থাৎ তিনি যে ক্ষমা চাইছেন না তা পরিষ্কার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর