দর্শক নেই, মাছি তাড়াচ্ছেন হল মালিকরা, এক সপ্তাহ শেষে কী হাল লাল সিং-রক্ষা বন্ধনের?

বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে এক সপ্তাহ কাটিয়ে ফেলল আমির খানের (Aamir Khan) ‘লাল সি‌ চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)। দুই ছবির বিষয়বস্তু আলাদা। কিন্তু একটি জায়গায় একসূত্রে বেঁধে গিয়েছেন আমির অক্ষয়। দুজনের ছবিই ফেঁসেছে বয়কটের গেরোয়। ফলতঃ এক সপ্তাহে কোনো ক্রমে ৫০ কোটি ছুঁয়েছেন আমির। কিন্তু অক্ষয় সেটাও পারেননি।

১১ অগাস্ট হলিডে রিলিজ হয়েছিল লাল সিং এবং রক্ষা বন্ধনের। রাখির দিনে মুক্তি পেয়েছিল দুটি ছবি। উপরন্তু তারপর স্বাধীনতা দিবস থাকায় একটা লম্বা উইকেন্ড পেয়েছিল দুটি ছবিই। লাভ যেখানে দ্রুত হারে বাড়ার কথা সেখানে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দুই ছবির নির্মাতারা। এমনকি জন্মাষ্টমীর ছুটিতেও ব‍্যবসা বাড়েনি লাল সিং চাড্ডার। বরং আরো ১০ শতাংশ কমে গিয়েছে।

Aamir akshay
তবে অন‍্যদিকে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধনে’র ব‍্যবসা কিছুটা বেড়েছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ১৩ শতাংশ বেড়েছে ছবির ব‍্যবসা। লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধন দুটি ছবিই বিগ বাজেট। অথচ প্রথম সপ্তাহে আমিরের ছবি কামিয়েছে ৫০.৩৫ কোটি টাকা এবং অক্ষয়ের ছবি তুলতে পেরেছে মোটে ৩৭.৬০ কোটি টাকা।

বৃহস্পতিবার দুটি ছবি যা ব‍্যবসা করেছে তা দেখে বোঝা কঠিন যে বলিউডের দুই সুপারস্টার অভিনয় করেছেন। বৃহস্পতিবার লাল সিং এর ঝুলিতে ঢুকেছে ১.৩৫ কোটি টাকা এবং রক্ষা বন্ধন তুলতে পেরেছে মাত্র ১.৩০ কোটি টাকা। দর্শকের অভাবে বাতিল করতে হচ্ছে সকালের শো গুলি। দুপুর এবং সন্ধ‍্যার শোতেও মাত্র ৫-৬ শতাংশ দর্শকই যাচ্ছেন হলে।

দর্শকদের মন জিততে কোনো কসুর বাকি রাখেননি আমির অক্ষয়। হাত জোড় পর্যন্ত করেছিলেন। তবুও ছবির এই হাল। সূত্রের খবর, আমির নাকি প্রচণ্ড রকম হতাশ। লাল সিং চাড্ডা তৈরিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছিলেন তিনি। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর সেরা হিন্দি সংষ্করণটা তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেষ দর্শকরা এভাবে মুখ ফিরিয়ে নিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন আমির। অক্ষয় যদিও এর মধ‍্যেই নতুন ছবির টিজার প্রকাশ‍্যে এনেছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর