বাড়িতে সুখ শান্তির অভাব! রথযাত্রার দিনেই করুন এই বিশেষ কাজ, প্রমাণ মিলবে হাতে নাতে

বাংলাহান্ট ডেস্ক : আজ ২০ জুন অর্থাৎ রথযাত্রা রথযাত্রা (Rath Yatra)। শাস্ত্রমতে আজকের এই দিনটা অত্যন্ত পবিত্র। এই দিনে বাড়িতে যত ধরনের মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলেই সুখ শান্তি ফিরে আসবে গৃহে। জ্যোতিষশাস্ত্র মতে, আজকের এই বিশেষ দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলেই ফল মিলবে হাতেনাতে। জানেন কি গৃহের শান্তি ফিরিয়ে আনতে আজকের দিনে ঠিক কি কি করা উচিত? সে কথাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।

বাড়ির সুখ শান্তি ফিরিয়ে আনতে আজকের এই দিনে রথের দর্শন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্রমতে। অনেকেই মনে করেন আজকের এই বিশেষ দিনে রথের রশি টানা ভীষণ শুভ। আজকে জগন্নাথ দেব এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে করতে পারেন উপবাস। শাস্ত্রমতে, আজকের দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্থ অর্পণ করলে হবে পুণ্যলাভ।

Rath Yatra

একটি তামার কিংবা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো কাঁচা হলুদ, এবং একটা এক টাকার কয়েন এবং কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। আবার উল্টো রথের দিন বাটি সহ সমস্ত সামগ্রী যেকোনো মন্দিরে করতে হবে দান। এতেও ফিরে আসবে সুখ শান্তি।

জগন্নাথ দেবের গলায় ১০৮ টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই মাথায় রাখবেন তুলসী পাতা ছেদ করে কিন্তু মালা গাঁথা যাবে না বরং সুতো দিয়ে পাতা বেঁধে বেঁধে তৈরি করুন মালা। একটি হলুদ কাপড়ে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১ টা ১ টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন।

এছাড়াও জগন্নাথ দেবকে তুষ্ট করতে ১০৮ টা গোলাপ অর্পণ করতে পারেন। যদি ১০৮ টা গোলাপ জোগাড় করা সম্ভব না হয় সে ক্ষেত্রে ১১ টা কিংবা ২১ টা গোলাপ অর্পণ করতে পারেন। মনে রাখবেন দান করার কোন নির্দিষ্ট সময় হয় না তবে আজকের এই বিশেষ দিনে যদি আপনি কিছু দান করেন সেটা অত্যন্ত শুভ হিসেবেই মনে করা হয় শাস্ত্রমতে।

Avatar
additiya

সম্পর্কিত খবর