ধর্মপ্রাণ মহিলার মৃতদেহ ঘিরে শোকপালন করল বানরের দল

এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের প্রতাপগড় । এক বৃদ্ধা মহিলার মৃত্যুর পরে বানরের একটি দল তাকে শেষ দেখা দেখতে গিয়ে শোকে বিহ্বল হয়ে পড়ে। শুধু তাই নয়, মানুষের সাথে তারাও প্রায় ২ ঘন্টা শোক পালনও করে। বানরের এই ঘটনা ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

images 2020 10 05T200156.938

৭০ বছর বয়সী শিবপতি দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালগঞ্জ কোতোয়ালের বেলহা গ্রামে। গ্রামের লোকজন ও আত্মীয়স্বজন তাকে শেষ দেখা দেখতে উপস্থিত হন। পরিবার তার শোকে কাঁদছিল।

ইতিমধ্যেই ৮-১০ টি বানরের একটি দল সেখানে পৌঁছাউ। তারা বৃদ্ধ মহিলার মৃতদেহের চারপাশে বসে থাকে । গ্রামবাসীরা এই ঘটনাকে অলৌকিক ধরে ধরে বানরদের বিস্কুট খাওয়ায়। তার ঘন্টা দুই পরে বানরদের দলটি সেখান থেকে ফিরে যায়।

মৃতা শিবপতি দেবী বেলহা গ্রামে ধার্মিক হিসাবেই পরিচিত ছিলেন। ধর্মপালন ও পূজা অর্চনায় তার দৃঢ় বিশ্বাস ছিল। এ কারণে গ্রামবাসীরা তার মৃত্যুতে ঈশ্বরের আশীর্বাদ রূপে বানরদের আগমন মনে করছে।

 

 

সম্পর্কিত খবর