কোডেই লুকিয়ে আছে কামাল! ল্যাপটপের ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার কারণ জানুন এইভাবেই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ল্যাপটপ বা কম্পিউটার আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্কুল-কলেজের পড়াশোনা থেকে কর্মক্ষেত্র, যেকোনো কাজে এই ল্যাপটপ বিশেষ করে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি গেজেট। হিসাব রাখা থেকে শুরু করে ফটো এডিটিং, সব ধরনের কাজেই ব্যবহার করা হয় ল্যাপটপ।

তবে যতই সময় যায় ততই ল্যাপটপের কার্যক্ষমতা ও ব্যাটারির ক্যাপাসিটি কমতে শুরু করে। নতুন ল্যপটপে এমন সমস্যা না দেখা গেলেও, কয়েক বছরের পুরনো ল্যাপটপে এমনটা হয়ই। আপনার ল্যাপটপেও কি এই একই সমস্যা দেখা যাচ্ছে? আসলে কাজ করতে গিয়ে মানুষ এমন অনেক ভুল করে বসে, যার জন্য ল্যাপটপে এই ধরনের সমস্যা দেখা দেয়।

আরোও পড়ুন : সাগরে ফুঁসছে সাইক্লোনিক সার্কুলেশন! তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর আপডেট IMD-র

যদি আপনিও আপনার ল্যাপটপের ব্যাটারি নিয়ে সমস্যায় থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। যদি আপনার ল্যাপটপের ব্যাটারিও দ্রুত ড্রেন হয়, তাহলে তার কারণ কীভাবে আপনি জানবেন সেই বিষয়ে আলোচনা করব আজ। আপনার ল্যাপটপের ব্যাটারি কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে তা জানার জন্য নিচের পদ্ধতিগুলো অবলম্ব করুন:

battery laptop

উইন্ডোজের সার্চ বারে প্রথমে যেতে হবে আপনাকে। এরপর আপনাকে সার্চ করতে হবে সিডিএম এবং তারপর তার মধ্যে প্রবেশ করতে হবে। তারপর সেখানে টাইপ করতে হবে powercfg -energy কমান্ড এবং এন্টার বাটন প্রেস করতে হবে। এরপর আপনাকে দেখিয়ে দেবে আপনার ল্যাপটপের ব্যাটারীতে কোন কোন ত্রুটি রয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর