গ্রেফতার হল লস্করের লিঙ্কম্যান বাদুরিয়ার তরুণী

পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর লিঙ্কম্যানের কাজ করছিল এক যুবতী। আর তার বাড়ি বাদুরিয়ায়। স্পেশ্য়াল টাস্ক ফোর্স মারফত বেরিয়ে আসে জঙ্গিদের সাথে যোগাযোগের মাধ্যম ।পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর যোগ রয়েছে ওই তরূনীর। তবে এতো টাকার লেনদেনের ফলেই তিনি হাতেনাতে ধরা পড়েছেন বলে জানিয়েছে কোল্কাআতা পুলিশ। তানিয়া পারভিন নামক ওই তরুনী কলেজ পড়ুয়া।

তাকে পুলিশি নজড়ে রাখার পাশাপাশি দফায় দফায় জেরা করা হয়েছে। সেখান থেকে উঠে এসেছে আরেক ছাত্রের নাম। সেও ওই একই কলেজের পড়ুয়া। ওই ছাত্রের নাম মনাজিরুল ইসলাম মন্ডল। পাকিস্তানের লস্কর-ই-তৈবা তার সঙ্গে ইন্টারনেটের দ্বারা মোবাইলে যোগাযোগ চালাতো ওই তরুনী।ওই ছাত্রীর কাছ থেকে আবার পাকিস্তানের লস্কর-ই-তৈবার বেশকিছু মোবাইল নম্বর ও জঙ্গিদের ছবি ছাড়াও কিছু ধর্মীয বইও পাওয়া গিয়েছে।WhatsApp Image 2020 03 21 at 16.29.22এই জঙ্গিদের কাজে সে একাধিকবার মুম্বাই, কাশ্মীরেও গেছে বলে জানা গিয়েছে। তাকে এখন জেলে রাখা হয়েছে। বসিরহাটের মালেয়াপুর থেকে গত বৃহস্পতিবার  গ্রেফতার হয়েছে লস্করের লিঙ্কম্যান ওই তরুনী।

 

সম্পর্কিত খবর