অবশেষে করোনামুক্ত লতা মঙ্গেশকর, ভেন্টিলেশন থেকে বের করা হল প্রবীণ গায়িকাকে

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে খুশির খবর। করোনা (corona) মুক্ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (lata mangeshkar)। ভেন্টিলেশন থেকেও বাইরে বের করা হয়েছে তাঁকে। গত ৮ জানুয়ারি করোনার মৃদু উপসর্গ নিয়ে মুম্বইয়ের ব্রিজ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়িকা। নিউমোনিয়াও ধরা পড়ে তাঁর। এতদিন ধরে আইসিইউতে ছিলেন প্রবীণ গায়িকা।

রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ‍্যমন্ত্রী রাজেশ তোপে জানান, লতা মঙ্গেশকর এখন করোনা মুক্ত। সংবাদ সংস্থা ANI কে তিনি বলেন, “লতা মঙ্গেশকর এখন করোনা ও নিউমোনিয়া মুক্ত।” তিনি আরো জানান, লতা মঙ্গেশকর যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন, সেই প্রতীত সামদানির সঙ্গে তাঁর কথা হয়েছে।

Lata.Mangeshkar 1
বেশ কিছুদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি, কিন্তু এখন গায়িকা অনেকটাই সুস্থ। এখন আর ভেন্টিলেশনে নেই তিনি। শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ভেন্টিলেশন থেকে বাইরে আনা হয়েছে প্রবীণ গায়িকাকে।

করোনার মৃদু উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকরকর। সেই থেকে আইসিইউতেই রয়েছেন তিনি। গায়িকার পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, আগের থেকে এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সুস্থতার লক্ষণও দেখা যাচ্ছে। চিকিৎসক প্রতীক সমদানির নেতৃত্বে কয়েকজন দক্ষ চিকিৎসকদের দলের তত্ত্বাবধানে রয়েছেন গায়িকা। দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুন, এটাই কামনা সকলের।

গত ১৮ জানুয়ারি খবর ছড়িয়েছিল যে লতা মঙ্গেশকরেরকরেরকরেরকরের স্বাস্থ‍্যের অবনতি হয়েছে। চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু গায়িকার মুখপাত্র খবরটি ‘ভুয়ো’ বলে দাবি করেন। সংবাদ মাধ‍্যমকে বিরক্তি প্রকাশ‍ করে তিনি বলেন, “ভুয়ো খবর ছড়াতে দেখা সত‍্যিই খুব বিরক্তিকর। লতা দিদি এখন স্থিতিশীল রয়েছেন। এখনো আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন সেই প্রার্থনা করুন।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর