কথা দিয়েছিলেন ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এ গান গাইবেন, প্রতিশ্রুতি রাখা হয়নি লতা মঙ্গেশকরের

বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিনের সংবাদ শিরোনামে এখন শুধুই ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বক্স অফিস কার্যত কব্জা করে নিয়েছে মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই ছবি। পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) ধন‍্য ধন‍্য করছেন দর্শকরা, এতদিন ধরে ধামাচাপা পড়ে থাকা সত‍্য খুঁজে বের করে আনার জন‍্য। কিন্তু পরিচালকের একটা আক্ষেপ রয়েই গিয়েছে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) তাঁর ছবিতে গান গাইতে পারলেন না।

হ‍্যাঁ, কিংবদন্তি গায়িকাকে পরিচালক অনুরোধ করেছিলেন ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিতে একটি গান গাওয়ার জন‍্য। রাজিও হয়েছিলেন গায়িকা। কাশ্মীর লতা মঙ্গেশকরের হৃদয়ের খুব কাছের ছিল বলে জানান বিবেক। কিন্তু সে গান আর গাওয়া হয়ে ওঠেনি তাঁর।

Lata.Mangeshkar 1
এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিবেক জানিয়েছিলেন এ কথা। গণহত‍্যার শিকার হয়েছিলেন যারা সেই সব কাশ্মীরি পণ্ডিতদের শ্রদ্ধা জানিয়েই ছবিতে কোনো গান রাখেননি তিনি। তবে প্রথমে একটি মাত্র গান রাখার কথা ভেবেছিলেন বিবেক।

এক কাশ্মীরি গায়কের কাছ থেকে একটি লোকসঙ্গীত শুনেছিলেন তিনি। সেটি লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ানোর ইচ্ছা ছিল তাঁর। বিবেক জানান, তাঁর স্ত্রী পল্লবী যোশীর ঘনিষ্ঠ ছিলেন সুরসম্রাজ্ঞী। তাই প্লেব‍্যাকের থেকে অবসর নিলেও গাইতে রাজি হয়েছিলেন লতা মঙ্গেশকর।

তাঁর বয়সের কারণে স্টুডিওতে আসা সম্ভব ছিল না। কিন্তু গায়িকা কথা দিয়েছিলেন, করোনার প্রকোপ একটু কমলেই গানটি রেকর্ড করবেন তিনি। কিন্তু কথা রাখতে পারলেন নাইটিঙ্গেল। বিবেক বলেন, লতা মঙ্গেশকরের সঙ্গে কাজ করার স্বপ্ন চিরকাল স্বপ্ন হয়েই থেকে গেল তাঁর।

গত ৬ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন লতা মঙ্গেশকর। তাঁর বোন উষা মঙ্গেশকর দিদির মৃত‍্যুর খবর জানান সংবাদ মাধ‍্যমকে। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত‍্য সম্পন্ন হয় তাঁর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর