চীনা সংস্থাদের টেক্কা দিয়ে মাত্র ৭৭৭৭ টাকায় দারুন স্মার্ট ফোন আনল ভারতীয় সংস্থা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) মোবাইল বাজারে রাজত্ব করে চলেছে চীনা (china) স্মার্টফোন নির্মানকারী সংস্থা গুলি। কম দামে দারুন দারুন সব ফিচার দিয়ে ভারতীয়দের মন জয় করেছে তারা। এবার তাই ভারতের মোবাইল বাজার দখল করতে LAVA নিয়ে এল এক দারুন স্মার্ট ফোন যার দাম মাত্র ৭৭৭৭ টাকা৷

লাভা Z66 স্মার্ট ফোনটিতে রয়েছে ৬.০৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।  যার স্ক্রিন রেজুলেশন ১৫৬০ x ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড স্ক্রিনও।  ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের স্টক অ্যান্ড্রয়েড যুক্ত ফোনটির দাম ধার্য হয়েছে ৭,৭৭৭ টাকা।

images 19 4

সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধম্যে এর স্টোরেজ ১২৮ জিবি স্টোরেজ পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি স্টক অ্যান্ড্রয়েডের (অ্যান্ড্রয়েড ১০) সাথে এসেছে।

এই ফোনে রয়েছে দুটি ক্যামেরা প্রাইমারি  ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ৫ মেগাপিক্সেল। আছে ৫০ এমএএইচ ব্যাটারি যার ফলে একটানা ১৬ ঘণ্টা কথা বলতে পারবেন এই ফোনে। ফোনের সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। পাওয়া যাবে আমাজন ও ফ্লিপকার্টে।

images 20 10

আগামী ছয় মাসের মধ্যে মোবাইল গবেষণা এবং উন্নয়ন, নকশা এবং উত্পাদন চীন থেকে ভারতে নিয়ে আসবেন লাভা সংস্থা। শনিবার এই  সংস্থা জানায়  , গত মাসে সরকার ঘোষিত প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ স্কিম (পিএলআই) -এ চীন থেকে বেশি ব্যয়ের সুবিধা পাওয়ার পরে ভারতীয় মোবাইল ফোন নির্মাতারা এই পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে “আমরা আমাদের মোবাইল গবেষণা এবং বিকাশ, নকশা এবং উত্পাদন চীন থেকে ভারতে স্থানান্তরিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। “

প্রসঙ্গত, লাভা তার মোবাইল ফোনগুলির তেত্রিশ  শতাংশেরও বেশি রফতানি করে মেক্সিকো, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার মতো বাজারগুলিতে। লাভা গত সপ্তাহে ২০ শতাংশের বেশি উত্পাদন ক্ষমতা নিয়ে নয়েডায় তার উত্পাদন কেন্দ্রের কাজ শুরু করে।

সম্পর্কিত খবর