৫০০ বেড়ে হাজার, কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা! প্রকাশ্যে এল দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। আসন দখলের জাতীয় লড়াই। তবে এই নির্বাচনের আগে বাংলার মা-বোনেদের মুখে হাসি ফোটাল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট পেশ করার সময় বড় সুখবর দিলেন বাংলার মা-বোনেদের জন্য। লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

সাধারণ শ্রেণীর উপভোক্তাদের লক্ষ্মীর ভান্ডারের ভাতা হিসেবে এতদিন প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হত। তবে সেই ভাতা এবার থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা করা হল। তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) মহিলারা এতদিন লক্ষীর ভান্ডারে প্রতিমাসে এক হাজার টাকা করে পেতেন। এবার তারা প্রতি মাসে পাবেন ১২০০ টাকা করে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ২ কোটি ১১ লক্ষ মহিলা।

আরোও পড়ুন : SAIL’র হাত ধরে বাংলায় আসতে চলেছে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ! হবে বিপুল কর্মসংস্থান

দুর্নীতি ইস্যুতে বারবার বিরোধীরা রাজ্য সরকারকে আক্রমণ করেছে। এহেন অবস্থায় রাজ্য সরকারের একটা মাস্টার্সস্ট্রোক দরকার ছিল। রাজ্য সরকার তাই জনপ্রিয় লক্ষীর ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করল লোকসভা নির্বাচনের আগে। অত্যন্ত জনপ্রিয় এই প্রকল্পে এবার বরাদ্দ বাড়িয়ে বাংলার মহিলাদের খুশি করছে সরকার। জানানো হয়েছে আগামী এপ্রিল মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, উপভোক্তা মহিলারা বর্ধিত হারে ভাতা পাবেন মে মাস থেকেই।

laxmi bhandar

প্রসঙ্গত, ২০২১ সালে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হয়। পরবর্তীতে এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে। বাংলার ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রকল্প ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তাই গ্রামাঞ্চলের ভোট ও মহিলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল লক্ষীর ভান্ডার নিয়ে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর