লক্ষী পুজোতেও রেহায় নেই, বাংলার এই সাতটি জেলায় চলবে ভারী থেকে অতিভারি বৃষ্টি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বিদায়কালে যেন শেষ কামড় দিচ্ছে বর্ষা (rain)। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, দুর্গা পুজোতেই ভাসানোর কথা ছিল দক্ষিণবঙ্গকে। কিন্তু নিম্নচাপ আসতে কিছুটা দেরী করায় পুজোর শেষে থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে সেই যে শুরু হয়েছে, তা এখনও থামার নামই নিচ্ছে না।

in kol 2

তবে বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ বাংলার ওপর থাকার কারণে সোমবার থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলছিল, তা এবার বিহারের উপর অবস্থান করছে। যার ফলে মঙ্গলবার দুপুরের পর থেকে কিছুটা বিরাম দিয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি থেমে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেলেও, এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উত্তরের জেলাগুলোতে। অর্থাৎ লক্ষীপুজোতে বাংলার দক্ষিণ অংশ কিছুটা রেহাই পেলেও, ভাসতে চলেছে উত্তরবঙ্গ।

in rain 29 2

তবে এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, জানা গিয়েছে স্থান পরিবর্তন করে নিম্নচাপটি এবার উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। যার ফলে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে শুরু হয়েছে জোর বৃষ্টি। চলবে আগামীকাল অবধি।

in kolkata rain 1

ভারী বৃষ্টির জেরে ফুঁসছে পাহাড়ি নদীগুলিও। হাওয়া অফিস বলছে, এই প্রবল বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বুধবার অবধি। যার কারণে, পাহাড়ে ঘুরতে গিয়ে বিপদে পড়তে হয়েছে বহু পর্যটককে। বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির পরিমাণ। আর তারপর থেকে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। তারপর আগমন ঘটবে শীতের। সপ্তাহান্তেই বাংলায় ঢুঁ মারতে পারে উত্তুরে হাওয়া।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর