বিগ ব্রেকিং: উপনির্বাচনের ভোট গণনার শুরুতেই দিলীপের দুর্গে থাবা বসাল বাম কংগ্রেস জোট, কালিয়াগঞ্জ ও করিমপুরের পরিস্থিতি কোন দিকে? জানুন

বাংলা হান্ট ডেস্ক : সোমবার পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। করিমপুর কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর। প্রায় নির্বিঘ্নেই ভোট সম্পন্ন হয়েছে বলা চলে, বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশ। সকাল থেকেই পশ্চিমবঙ্গের তিন বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনার শুরুতে তিন বিধানসভা কেন্দ্রের ফলাফলে গেল তিন দিকে।officials awareness programme verifiable electronic shyambazar hindustan 04ff51d6 4ed1 11e9 b82a 29d0425d5c8a

খড়্গপুর এখানেই বিজেপি আবারও ঘাঁটি গাড়তে মরিয়া হয়ে উঠেছিল ঠিক সেখানেই বাম কংগ্রেস জোট এগিয়ে গেল। অন্যদিকে কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল। প্রসঙ্গত উপনির্বাচনে সূচনা পর্ব থেকেই খড়্গপুর কে টার্গেট করেছিল বাম কংগ্রেস জোট।

তাই এখনও অবধি কথা মতো খড়্গপুরে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। যেহেতু বিজেপিকে চাপে ফেলতে এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল বামেরা তাই একটু বেশিই আশা রয়েছে বামেদের।

খড়্গপুর এবং কালিয়াগঞ্জ দুটি কেন্দ্রেই বামেরা কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। তাই বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গণনার শুরুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাম কংগ্রেস জোট। যদিও বাকি এখনও অনেক গুলি রাউন্ড কিন্তু প্রথমেই যেন বাজিমাত করে দিলেন চিত্তরঞ্জন মণ্ডল।

সম্পর্কিত খবর