লাইব্রেরিয়ান পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ; আবেদন করুন শিগগিরই

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরেই রাজ্যের গ্রন্থাগারগুলিতে (Library ) শুরু হয়ে যাচ্ছে বড় নিয়োগ প্রক্রিয়া। মিলবে মোটা অঙ্কের বেতন। ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সুযোগ দেওয়া হবে। আগামী 04/01/2024 তারিখ ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সময় দুপুর সাড়ে 12 টা থেকে এবং রিপোর্টিং টাইম রাখা হয়েছে দুপুর 12 টা এর মধ্যে। কীভাবে আবেদন করবেন সেটাই জানানো হল।

পদের নাম: লাইব্রেরিয়ান (Librarian) পদে কর্মী নিয়োগ করা হবে।

   

শিক্ষাগত যোগ্যতা: বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার এই পদে চাকরি করার জন্য। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর।

আরোও পড়ুন : দেরি করে চা দেওয়াই হল কাল! স্ত্রীর গলায় কোপ মেরে খুন স্বামীর

নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের সেখানে  সাধারণ কিছু প্রশ্ন করার পাশাপাশি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তারপর প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর  বাছাই করে লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করা হবে।

আবেদনের সময়সীমা: আগামী 27 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

10library

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।

1.নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।

3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন।

4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে এগুলি সব একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর