বড়োসড়ো আর্থিক ক্ষতি LIC র,একদিকে আর্থিক ধ্বস, অন্যদিকে নিয়োগের বিজ্ঞপ্তি

অমিত সরকার : LIC-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এলআইসি-র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে।  আবেদন শেষ তারিখ ১ অক্টোবর ২০১৯ ।

এলআইসি-র এই নিয়োগ বিভিন্ন ডিভিশনাল অফিসে করা হচ্ছে। এলআইসি-র মধ্য, পূর্ব, পূর্ব-মধ্য, উত্তর, উত্তর-মধ্য, দক্ষিণ, দক্ষিণ-মধ্য ও পশ্চিম জোনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এই licindia.in-এ। ওই লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত তথ্য ওই লিঙ্ক থেকে জানতে পারবেন।

ঘরোয়া শেয়ারের বাজারের বড়সড় ধস দেখা দিয়েছে ৷ এর আগে কেন্দ্রীয় বেশ কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক বাজার মন্দা হয়েছে ৷ 13452 lic

এলআইসির প্রায় ৫৭,০০০ কোটি টাকা ডুবেছে ৷ এলআইসি যে সমস্ত সংস্থায় টাকা বিনিয়োগ করেছিল সেই সমস্ত সংস্থার বর্তমানে বাজার মূল্য ৮১ শতাংশ পতন হয়েছে ৷

বর্তমান অর্থবর্ষে ত্রৈমাসিক মোট ক্ষতির মুখ দেখেছে এলআইসি ৫৭,০০০ কোটি টাকা ৷ এলআইসির টাকা সব থেকে বেশি বিনিয়োগ করা হয়েছে FMCG সেক্টরের একটি সংস্থায়, ITC-তে সরাসরি, এসবিআই, ওএনজিসি, এল অ্যান্ড টি, কোল ইন্ডিয়া, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, রিলায়েন্স ইন্ডাসট্রিজে বিনিয়োগ করেছে ৷

93278 lic pti
বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনের ভিত্তিতে জানতে পারা গিয়েছে এলআইসি তে গত তিনমাসে মোট বিনিয়োগের পরিমাণ ৫.৪৩ লক্ষ টাকা, বিগত ত্রৈমাসিকে তা কমে দাঁড়িয়েছে ৪.৮৬ লক্ষ কোটি টাকা ৷
২০১৯-এর মার্চ পর্যন্ত এলাইসিতে মোট বিনিয়োগ করা হয়েছে ২৬.৬ লক্ষ কোটি টাকা ৷ এর মধ্যে প্রায় ২২.৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বিভিন্ন পাবলিক সেক্টরে ৷ মাত্র ৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল নিজস্ব ক্ষেত্রে ৷

এবার অপরিশোধিত তেলের দামেও হঠাৎ আগুন লেগেছে ৷ ২০১৯ সালে ঘরোয়া শেয়ারের ক্ষেত্রে খুব একটা ভাল সময় যাচ্ছেনা বলেই মনে করা হচ্ছেনা ৷


Udayan Biswas

সম্পর্কিত খবর