LIC-র পলিসিহোল্ডাররা পেলেন বড়সড় ঝটকা! গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি LIC (Life Insurance Corporation of India)-র প্রসঙ্গে এবার একটি বড় তথ্য সামনে এসেছে। মূলত, এর আগে কেন্দ্রীয় সরকার LIC-তে মোটা ট্যাক্সের সুবিধা দিত। কিন্তু এবার নিয়মে একটি বড় পরিবর্তন করা হয়েছে। যার ফলে LIC-র পলিসি নেওয়ার পরেও সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হবে। উল্লেখ্য যে, ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী, LIC-র পলিসি কিনলে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়। এমন পরিস্থিতিতে ট্যাক্স সংক্রান্ত অব্যাহতির কারণেই বিমা কোম্পানিগুলি বেশ মজবুত অবস্থানে রয়েছে। পাশাপাশি, গ্রাহকেরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাক্স বাঁচাতে LIC-র পলিসি গ্রহণ করেন।

বড় তথ্য দিলেন চেয়ারম্যান: এই প্রসঙ্গে তথ্য প্রদান করে, LIC-র চেয়ারম্যান জানিয়েছেন যে কোম্পানির মোট বার্ষিক প্রিমিয়ামের প্রায় অর্ধেক আসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আর্থিক বছরের শেষে সবাই বিমা পলিসি কেনার জন্য আগ্রহ দেখায়। মূলত, সাধারণ মানুষ বেশিকিছু চিন্তা না করে তাঁদের কর বাঁচাতে ইন্স্যুরেন্স পলিসিতে অর্থ বিনিয়োগ করেন।

বাজেটে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত: উল্লেখ্য যে, ২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ পলিসির ম্যাচুরিটিতে ট্যাক্স দিতে হবে। এর পাশাপাশি, সরকার সারা দেশে নতুন কর ব্যবস্থার প্রচারও করছে। যেখানে করের উপর কোনো ছাড় দেওয়া নেই। অর্থাৎ, যাঁরা কর বাঁচাতে এখন LIC-র পলিসি নেন, তাঁরাও ভবিষ্যতে তা নেওয়া বন্ধ করতে পারেন।

LIC-র বৃদ্ধি প্রভাবিত হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী সময়ে সরকারের এহেন সিদ্ধান্তের প্রভাব বিমা সংস্থাগুলিতে প্রত্যক্ষভাবে পড়তে পারে। যার ফলে প্রভাবিত হতে পারে LIC-র গ্রোথও।

LIC PTI

বড় তথ্য দিলেন চেয়ারম্যান: যদিও, আরও তথ্য প্রদান করে LIC-এর চেয়ারম্যান জানিয়েছেন, এই সিদ্ধান্তের জেরে সামান্যই প্রভাব পড়তে পারে। কারণ বর্তমানে ১ শতাংশেরও কম পলিসি রয়েছে, যার প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি। অন্যদিকে, যদি একজন ব্যক্তির একাধিক LIC পলিসি থাকে এবং মোট প্রিমিয়াম একত্রে ৫ লক্ষের বেশি হয়, সেক্ষেত্রে গ্রাহক কর ছাড়ের সুবিধা পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর