নতুন বছরে দুর্দান্ত বীমা আনল LIC, থাকছে একাধিক সুবিধা

LIC নতুন বছর ২০২১ এর শুরুতেই দেশবাসীর জন্য নিয়ে এল দুর্দান্ত এক সুবিধা। করোনার আবহে যখন মানুষের রুটি রুজি প্রশ্নের মুখে তখন সঞ্চয় করে উঠতে পারছেন না অনেকেই। মহামারির এই দিনগুলোতে যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কী হবে তা চিন্তিত করে তুলেছে অনেক কেই। এই পরিস্থিতিতে LIC নিয়ে এল দুর্দান্ত সরল জীবন বীমা পলিসি।

images 2021 01 01T211631.239

পয়লা জানুয়ারি থেকে এই সরল জীবন বীমা পলিসি চালু করছে এল আই সি। আগেও করোনা কবচ, করোনা রক্ষক এবং আরোগ্য সঞ্জীবনীর মত বেশ কয়েক জীবন বীমা পলিসি চালু করেছে তারা। তবে এবারের পলিসি এগুলির থেকে বেশ কিছুটা আলাদা।

১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত যে কেউ এই বীমা করতে পারে। তবে ৭০ বছরের পর আর থাকবে না ম্যাচুরিটি পিরিয়ড। পলিসির সময় ৫ থেকে ৪০ বছর। রিটার্ণ পাওয়া যাবে ২৫ লাখ টাকা পর্যন্ত। এই বিমার পলিসি সরল। কেনা যাবে অনলাইনেই।

এছাড়া LIC এর অন্য একটি পলিসি হ’ল প্রতিদিন ১৬০ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি পরিপক্ক হওয়ার সময় ২৩ টাকারও বেশি রিটার্ন পাবেন। এই নীতিটির নাম এলআইসি নিউ মানি ব্যাক পলিসি।

চিফ ফিনান্সিয়াল প্ল্যানার মানিকর্ণা সিংহলের মতে, এই পলিসিতে যারা বিনিয়োগ করেন তারা প্রতি পাঁচ বছরে ১৫ থেকে ২০ শতাংশ অর্থ ফেরত পাবেন। তবে, এই পরিমাণটি তখনই পাওয়া যায় যখন প্রিমিয়ামের মোট পরিমাণের ১০ শতাংশ জমা পড়বে। এর সাথে বিনিয়োগকারীরাও বোনাসও পাবেন।

এলআইসির মানি ব্যাক পলিসিতে দুই ধরণের ম্যাচুরিটি থাকে। ২০ বছর এবং ২৫ বছরের ম্যাচুরিটির মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারেন আপনি। পাশাপাশি এই বিনিয়োগ আয়কর মুক্ত। এর সাথে সুদের পরিমাণ, প্রিমিয়াম প্রদান এবং ম্যাচুরিটির পর প্রাপ্ত পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। যে কোনও নীতিধারক ২৫ বছরের জন্য প্রতিদিন ১৬০ টাকা বিনিয়োগ করলে ২৩ লাখ টাকা পাবেন।

বার্ষিক প্রিমিয়াম: ৬০ হাজার ২৫ টাকা (৫৭ হাজার ৪৪০ টাকা + ২৫৮৫ টাকা)
ষান্মাসিক প্রিমিয়াম: ৩০ হাজার ৩২৯ টাকা (২৯ হাজার ২৩ টাকা + ১৩০৬ )
ত্রৈমাসিক প্রিমিয়াম: ১৫ হাজার ৩২৩ টাকা (১৪ হাজার ৬৬৩ টাজা + ৬৬ টাকা)
মাসিক প্রিমিয়াম: ৫ হাজার ১০৮ টাকা (৪ হাজার ৮৮৮ টাকা + ২২০ টাকা)
দৈনিক প্রিমিয়াম: ১৬৪ টাকা

আপনাকে জানিয়ে রাখি যে প্রতি পাঁচ বছরে পলিসিধারীরা ১.৫০ লক্ষ টাকা ফেরত পাবেন। এ ছাড়া বিনিয়োগকারীরা বোনাস হিসাবে ১১ লক্ষ টাকা এবং অতিরিক্ত বোনাস হিসাবে ২ লাখ ২৫ হাজার টাকা পাবেন।

 

 

 

সম্পর্কিত খবর