প্রথমবার কোনও ইঞ্জিনিয়ার হতে চলেছেন ভারতীয় সেনার প্রধান, দায়িত্ব পাচ্ছেন জেনারেল মনোজ পান্ডে

বাংলা হান্ট ডেস্ক: লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। বর্তমানে পান্ডে সেনাবাহিনীর উপ-প্রধান পদে রয়েছেন এবং তিনি জেনারেল এম.এম. নারাভানের স্থলাভিষিক্ত হতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এম.এম. নারাভানে এই মাসের শেষের দিকে অবসর নিতে চলেছেন। এদিকে, লেফটেন্যান্ট জেনারেল পান্ডে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার যিনি সেনাপ্রধান হতে চলেছেন।

যদিও, সরকারি সূত্রে জানা গিয়েছে যে, পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) কে হবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছরের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মর্মান্তিক মৃত্যুর পর পদটি এখনও শূন্যই রয়েছে।

কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার:
এমতাবস্থায়, পান্ডে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হিসেবে সেনাপ্রধান হতে পারেন। এই পদটি এখনও পর্যন্ত পদাতিক, আর্মার্ড এবং আর্টিলারি অফিসারদের দখলে রয়েছে। সূত্র জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল পান্ডে, ইস্টার্ন আর্মি কমান্ডার এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর প্রযুক্তির উদ্দেশ্যপূরণে অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন। এছাড়াও, তিনি সেনাপ্রধানের চেয়ারে অপারেশনাল এবং লজিস্টিক উভয়েরই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

FJI5Sv9agAIFR1B

নতুন সিডিএস পদে জেনারেল নারাভানের দাবি জোরালো হচ্ছে:
এদিকে, সূত্র অনুযায়ী, জেনারেল নারাভানেও সিডিএস হওয়ার দৌড়ে রয়েছেন। শীর্ষ পদে থাকা অবস্থায় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনারেল রাওয়াতের উদাহরণ দিয়ে তিনি এই পদ পেতে পারেন। তবে তাঁর নাম এখনও চূড়ান্ত হয়নি কারণ সরকার বর্তমানে এই বিষয়ে কিছু বিকল্প বিবেচনা করছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর