মোটরসাইকেল মেকানিকের ছেলে ভারতীয় সেনায় লেফটেন্যান্ট, সাফল্যের পেছনে বাবার কৃতিত্ব স্বীকার

বাংলাহান্ট ডেস্কঃ পিতা মোটর সাইকেল মেকানিক তো কি হয়েছে, ছেলে হয়ে দেখাল ভারতীয় সেনাবাহিনীর (Indian army) বড়ো অফিসার। ছেলের গর্বে গর্বিত বাবা মা সকলেই। কুরুক্ষেত্র জেলার লাদওয়া গ্রামের বাসিন্দা সাহিল (Sahil Saini) এখন গোটা গ্রামের প্রশংসার পাত্রে পরিণত হয়েছে। সকলের মুখে মুখে ছড়িয়ে রয়েছে সাহিলের সাফল্যের কথা।

মোটর মেকানিক পিতা
পিতা বুধরাম কম শিক্ষিত একজন মোটর সাইকেল মেকানিক। দুই ছেলে, সাহিল এবং তাঁর ভাইকে ছোট থেকে অনেক কষ্টে পড়াশুনা শিখিয়েছেন। অষ্টম শ্রেনী পর্যন্ত গ্রামের একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশুনা করার পর, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিবাসীর নবোদয় স্কুলে পড়াশুনা করেন।

xindianarmy4 1592310403.jpg.pagespeed.ic .dbI9LLeIVl

ডিফেন্স সার্ভিস পরীক্ষা দেন সাহিল
স্কুলের গন্ডি পার হয়ে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে জয়েন্ট ডিফেন্স সার্ভিস পরীক্ষা দেন। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর মেধার জোরে মধ্যে সাহিল ১৮ তম স্থান দখল করে নেয়। এরপরই শুরু হয় তাঁর আসল লড়াই। ৪০ জন সেনাদের মধ্যে সাহিল নিজের জায়গা করে নেয়। এবং নিজের যোগ্যতা বলে গত শনিবার লেফটেন্যান্ট পদের অধিকারী হন তিনি।

পিতার সাফল্য রয়েছে
সাহিল জানান, পিতার কথা মতই তিনি ২০১৯ সালে দেরাদুন আইএমএ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের জন্য গিয়েছিলেন। প্রায় দেড় বছর সেখানে কঠোর পরিশ্রম এবং অধ্যাবশায়ের ফলে শনিবার দেরাদুন আইএমএ প্রশিক্ষণ কেন্দ্রের সেনাপ্রধান সাহিল কুমারকে লেফটেন্যান্ট হিসাবে নিয়োগ করেন।

indianarmy1 1592310425

অভিভূত পরিবার
ছেলের এই সাফল্যে অভিভূত সাহিলের বাবা, মা এবং ভাইও। তারা সাহিলের সম্মানলাভের অনুষ্ঠানে যা যেতে পারলেও, দুহাত তুলে ছেলেকে আশির্বাদ করছেন। বর্তমানে লকডাউন থাকায় সাহিলও বাড়ি ফিরতে পারেনি। তাঁকে পাঞ্জাবের পাঠানকোটে ডিউটিতে পাঠানো হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর